![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------------
থোকা থোকা ঘাস, ঘাসের ভেতর ঘুঘরির সুড়ঙ্গ পথ, প্রাকৃতিক লাঙল ফলা তুলে যখন চিরে মৃত্তিকার শরীর, কৃষকের বন্ধু কেঁচোরা কিলবিল করে ওঠে। দীর্ঘ চাষাবাদে পতিত জমি হয়ে আসে ভুরভুরে।
তুমি এক উর্বর ভূমি আমার, চাষাবাদে তোমাকে পুলকিত করে তুলি, তোমার গভীরে পুঁতে দেই ভ্রুণের বীজ, আর তা থেকে এক অদৃশ্য কারিগর নিবিড় পরিচর্যায় ফলে তোলে ধান,
তোমাকে চষে পাই পুলক আর ধান, আর পাই দেহাতীত এক অদৃশ্য সৌন্দর্য, যাকে ছুঁইতে চাইনা। তাই তোমাকে ভালোবাসার সাধ আমার থেকেই যায়, যতবার ¯েপ্র করি তোমার কৃষির জমি, ততবার চাষাবাদের নতুন সূত্রাবলি মাথায় নিয়ে আসে।
এ বার এসো, অতি আধুনিক চাষের ফর্মূলা শেখাবো তোমাকে এবার।
০৯.০৪.২০১৩
©somewhere in net ltd.