![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------------
দেখতে দেখতে জীবনে মধ্যবিন্দু ছুঁইলাম, সফল পুরুষের খেতাব পেলাম না। সহপাঠিরা বাড়ি, গাড়ী ব্যালেন্স ; সব করেছে, কেউ মেধার বিকাশ দেখিয়েছে পত্রিকায় পাতায়, কেউ আবার স্যাটেলাইট টিভির রঙিন পর্দায় দাড়ি কামানো মুখে নরম ফুরফুরে বুলি আওরিয়ে। কেউ রাজনীতির দাপ্তরিক উচ্চপদে অধিষ্ঠিত, কেউ নিয়োগবাণিজ্যর ধর্তাকর্তা। কারো দেড়হালা সন্তান, কেউ আবার এই মেগাসিটির কুট্টিদের একান্তবাধ্যানুগত ঘরজামাই।
আমার কিছু নেই, আছে একটি ভাড়াটে ফ্লাট, কয়েক হাজার পুঁথিপত্র, কিছু স্বরচিত গল্প, উপন্যাসের খসড়া, দুচারটি থিসিস, আর প্রাণের সম্পদ আমার ; সহস্রাধিক কবিতা, ছয়টি প্রকাতি কাব্যগ্রন্থ, পাঁচ ফুট এক ইঞ্চি একটি রূপসীবধু ; আর চারবছরের একমাত্র সন্তান অনুপ্রাস।
কে বলবে আমি সফল পুরুষ ? ব্যর্থতার গ্লানিতে আমার পুরোনো ব্লেজারে ধুলোর আস্তর পড়েছে, ছাত্রবেলায় কেনা সেগুনকাঠের পালঙ্কে রাত্রিবেলা ঘুণেপোকাড়া আধুনিক সঙ্গীত গেয়ে গেয়ে মুখরিত করে রাতের নিস্তব্ধতা।
সমাজে আমার মান নেই, কে বলবে আমি সফল পুরুষ ?
১০.০৪.২০১৩
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনি আমার কষ্টগুলো ভুলিয়ে দিলেন। কী দিয়ে আপনাকে ধন্যবাদ জানাই!!
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪
digitalpagla বলেছেন: চমৎকার কবিতা।
সফল পুরুষ এক ব্যপার আর সফল মানুষ আরেক জিনিষ।
আপনি সফল মানুষ।