![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------
আঞ্জুমান, তোমাকে দেখার পর মনে হলো আমার বয়স বেড়েছে মরেনি চেতনা
ইচ্ছে হলো অবুঝ আবেগে প্রথমদিনের ক্যাম্পাসে কম্পিত প্রণয় বিনিময় করি
শীত সকালের একগুচ্ছ সাদারোদ এসে ছুইছে আমাদের সাদাচোখের সীমানা
তোমার গোলাপদেহ থেকে বিচ্ছূরিত হচ্ছে সুবাস ; আহা ! মনেতে মোহন কড়ি।
সত্যি বলতে কী মনে হলো তোমাকে পাকা পেয়ারার মতোন কেমড়ে ছিড়ে খাই
আবার মনে হলো ফুলের মতোন তোমাকে শুধু স্পর্শ করে ফুটাই অনুভবের ফুল
তোমার চোখে চোখ রেখেই আমি যেনো নিমিষেই কোন অজানা নিরুদ্দেশে যাই
তোমার আবেশেই আমার শাশ্বত সুন্দর নদী ক্রমশ বয়ে নিরবধি কুল কুল কুল।
তুমি তো বরাবরই ছিলে এক্সক্লুসিভ, প্রান্তিক তৃণমূলের গমন সেখানে নিষিদ্ধ
অথচ আমি আবহমান কৃষকের সন্তান সহজেই অনুমতি দিয়েছিলে অনুপ্রবেশের
তোমার রাজমহলের সবকিছু নিয়ে আমি এই নিঃস্ব হয়েছিলাম পুর্ণ ঋদ্ধ
আকাশের চাদ ছিলো, মৃদমন্দ বাতাসে সুবাসের ঢলে আনন্দ ছিলো ঢের।
আঞ্জুমান তোমাকে দেখেই আগুন জ্বললো মনে অথচ একটুও পুড়লো না মন
কী মধুময় আর কী আনন্দময় হলো তোমাকে দেখার এই দুর্লভ অনুখন।
১২.০৪.২০১৩
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
ডানামনি বলেছেন: কার জন্য আপনার এ কবিতা জানিনা। আমার নাম টা দেখেই পড়তে আসলাম। ভাল লাগলো।