![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তুমি যখন খোলস বদল করো_ কিশোরী থেকে প্রথম যৌবনে পা রাখো
তখন আমি তোমার পাশেই ছিলাম। তোমার ধবধবে সাদা স্কুল ড্রেসের
নরম মোলায়েম গন্ধে আমার মনফড়িং নেচে উঠতো। তোমার জমকালো
চুলের বিন্যাস বেগবান বনলতার মতোন ছুইতো মমবৃক্ষের শরীর ঢের।
আমার সারাবেলার ভাবনায় মনে হতো তোমার অর্ন্তবাসের বুঝি ফোটে ফুল
তাই এত গন্ধ তোমার শরীর থেকে বিচ্ছূরিত হয়, আর তাই এত ভালো লাগে
হ্যারিকেনের ধৃঞ্চির আবছা আলোর ভেতর তোমাকে মনে হতো অবিকল পুতুল
মনে আছে দেখো তুমি আমি একদিন ভিজেছিলাম সেই এক শীতার্ত মাঘে।
তোমার শরীর গলে আজ সজনে ডাটার মতোন হয়ে গেছে চোচা
রসালো আর সিক্ত শরীরে জলছাপের মতোন ভাসছে পাজরের দৃ্শ্যপট
তোমার প্রেম তোমার কামনা বাসনা আর স্বপ্নে এক কী বিবর্ণ মরিচা
এ কী সেই তুমি, সেই আমার শাশ্বতী সুমনা হক, কতকালর ফটক ?
কে তোমাকে বদলে দিলো, কেড়ে নিলো জৌলুস আর তোমার সুন্দর মন,
কেনো প্রিয়তমা আগের মতেনা বহে না আর মন মাতানো বসন্ত পবন।
23.04.2013
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১
অনুপম অনুষঙ্গ বলেছেন: আসলে আমি কোনো লেখাই দুবার লিখিনা। তাই এগুলো কবিতা কিনা ? জানিনা। তবু আপনাদের ভালো লাগে বলে লিখি।
ধন্যবাদ আপনাকে।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯
সজিব তৌহিদ বলেছেন: কবি মাত্রই কামনা-বাসনা প্রার্থী। সেই কমুক হৃদয়ে সিক্ত হোক যৌবনের ছলছল জলে। কবির প্রতি সেই প্রত্যাশা। ধন্যবাদ অনুপম অনুষঙ্গ চমৎকার লেখার জন্য।
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার দৃষ্টি কিন্ত অনেকের দৃষ্টি কাড়বে। সতর্ক থাকবেন। ভালো থাকবেন।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সুফিয়া বলেছেন: অনেক দিন পর একটি অন্য রকম কবিতা পড়লাম, ভাল লাগার স্বাদ পেলাম।
Click This Link
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: তাই। তবে তো কবিতা লিখতে হয়।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোলাগা !
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
মরে যওয়া স্বপ্ন বলেছেন: কে তোমাকে বদলে দিলো, কেড়ে নিলো জৌলুস আর তোমার সুন্দর মন,
কেনো প্রিয়তমা আগের মতেনা বহে না আর মন মাতানো বসন্ত পবন।