![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------
বারো মায়ের বারো পুত,
বারো রকমের মল-মুত।
কেউ খায় ফেনভাত কেউ খায় নরম,
কেউ খেতে ভালোবাসে ভাঁট-ওঠা গরম।
কারো আবার অবসারণীতে আরিষের দোষ,
কারো আবার ঝাঁকড়া চুল দীঘল কালো মোষ।
কেউ খাবে মাছের মাথা কেউ কলিজা,
কেউ খাবে মুরগীর রাণ, কেউ ঝোলে ভাত-ভেজা।
বাথরুম করে কেউ পানি দেবেনা,
কেউ আবার চুলো থেকে নামতেই, পাছেনা খাবেনা।
কেউ আবার বিশ্ববিদ ক্রিকেট খেলোয়াড়,
কুঁজো পেটভরা তার জ্ঞানের ভাণ্ডার।
বাড়িতে অঢেল আছে বাবা জমিদার,
বিশাল শানবাঁধা তার পুকুরের পাড়।
ফজরের নামাজ পড়তে শব্দ ধুমধাম,
কেশে কেশে নষ্ট করে অন্যের ঘুমের আরাম।
বাবা যদি কং হয় বলে দারোগা,
মা গৃহিণী যদিও বলে আছে বহুত জায়গা।
বাবা যদি হয় ক্ষুদে পল্লী ডাক্তার,
কেউ বলে জগতের সেরা নাম তার।
বারো মায়ের বারো পুত মিলেমিশি থাকি
যে থাকেনি মেসে সে দুনিয়ার বুঝিবে কী ?
২৪.০৪.২০১৩
©somewhere in net ltd.