![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------
মূলত তোমরাই বাংলাদেশের চাকা ঘুরায়
মূলত তোমরাই প্রবৃদ্ধির সূচকের কর্ণধার
মূলত তোমাদের আয় থেকে আমরা আয়েশ করি
মূলত তোমাদেরই ঠকিয়ে আমরা পায়েশ খাই
মূলত তোমরাই ঘেমে ঘেমে উন্নয়ণের জোয়ার আনো
আর আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারিনা
দিতে পারিনা নিরাপদ আবাসন।
এ দায় কাদের ?
এই দায় কেবল আমার, এই আমাদের
যারা আমরা শিক্ষিত হওয়ার গর্ব করি
যারা উপরিতলে বসে নীলাভ আলোয় কফিতে চুমুক দেই।
মূলত আমরা সবাই কেরানি
শুধু হিসেব পাতি করি, এটাকে আমি উন্নয়ণ বলিনা
উন্নয়ণে উতপাদন প্রয়োজন,
যেটা করো তোমরা
অথচ তোমাদের ঘর্মাক্ত দেহের গন্ধে আমরা নাক ছিটকাই
গেয়ো গ্রামীণ ভেবে কুকুরের মতোন তাড়াই।
তোমাদের এই মৃত্যুতে আমার ভাষা নেই
কেনোনা তোমাদের মতোন উন্নয়ণের ভাষা তো আমি শিখিনি
তোমাদের জন্য ছলোছলো চোখে প্রভূর সকাশে দুএকটি বাক্যব্যয় ছাড়া
আমাদের আর কিইবা করার আছে।
ভালো থেকে সাভারের ধসে যাওয়া, দেবে যাওয়া যমপুরিতে
তোমাদের আধার প্রকোষ্ঠে চিরন্তণ আলো জ্বলুক
মরনোত্তর একুশে পদক নয়, প্রভূ তোমাদের আবাসন করুক একটি ফুলের বাগানে।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
রাজনীতির ভাষা বলেছেন: মূলত তোমাদেরই ঠকিয়ে আমরা পায়েশ খাই
যারা উপরিতলে বসে নীলাভ আলোয় কফিতে চুমুক দেই।
যারা উপরিতলে বসে নীলাভ আলোয় কফিতে চুমুক দেই।
তোমাদের এই মৃত্যুতে আমার ভাষা নেই
কেনোনা তোমাদের মতোন উন্নয়ণের ভাষা তো আমি শিখিনি
তোমাদের জন্য ছলোছলো চোখে প্রভূর সকাশে দুএকটি বাক্যব্যয় ছাড়া
আমাদের আর কিইবা করার আছে।
ভালো থেকে সাভারের ধসে যাওয়া, দেবে যাওয়া যমপুরিতে
তোমাদের আধার প্রকোষ্ঠে চিরন্তণ আলো জ্বলুক
মরনোত্তর একুশে পদক নয়, প্রভূ তোমাদের আবাসন করুক একটি ফুলের বাগানে।
খুব ভালো লাগল। ধন্যবাদ।