![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------------------------------------
একসময় তোমার কিশোরী শব্দের ব্যঞ্জনা পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতের মতোন
কানে বেজে ঘ্রাণে পুলকের পাপড়ি ঝরাতো,
তোমার বসন থেকে রজনীগন্ধার সুগন্ধ ঝরতো,
অবিকল ফুলের মতোন তুমি ফুটতে
কী মসৃণ মোলায়েম মনে হতো তোমাকে বৃষ্টিধৌত প্রভাতে।
চাকরিহীন ছন্ন ছাড়া জীবনই ভালো ছিলো তখন
আনাড়ি হাতের শাড়িপড়া তোমাকে নিয়ে ভালো ছিলো।
আজ প্রথম শ্রেণীর চাকরি এখন,
বিদেশী বস্ত্রে আবৃত্ত তোমার শরীর, ভিনদেশী গহনায় ঢাকা নাক কান গলা
অভিজ্ঞ টিচারের মতোন কামসূত্র করায়ত্ত তোমার
রাতের গভীরে ভূমিকর্ষণের ফলাময় শানিত লাঙল, শারাব, শরবত
পাশ্চাত্য উপভোগের ইংরেজী কৌশল।
তবু শান্তি নামক বিমূর্ত বস্তুটি উবে গেছে।
আছে সুখ আর আমোদ, আর আহলাদ আর বিলাসের লেজ ধরে হাটাহাটি
তবু নেই সেই শান্তির দেউটি
তোমার চিকন তনু অত্যাধিক আমিষের ভারে হয়ে গেলো দেহ
ঝুলে গলে গেলো পুলকের খনি ;
তবু হাতছানি দিয়ে ডেকে যায় তোমার কিশোরী হাতখানি।
৩০.৪.২০১৩
©somewhere in net ltd.