![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
জেসিকা একদিন ঘাঘটের জলকে থামিয়ে দিয়েছিলে তুমি
তোমার চোখের নোনা ঘামে ঘাঘটই কেঁদেছিলো
জেলা সদরে সেদিন কেনাকাটা হয়নি
কোনো দোকানি খোলেনি দোকানের ঝাঁপ।
সেদিন আসতে মাত্র পঞ্চাশ মিনিট লেট হয়েছিলো
আর সেটাই ছিলো তোমার মহাকাল
অথচ আজ দেখো আমার যখন দুর্দিন আকাল
তুমি আজ অপেক্ষা নামক শব্দটিকে নির্বাসনে পাঠালে।
চোখ টিপেছিলো আর আমি টিপেছিলাম তোমার ফুল
উত্তাপে ওম দিয়েছিলে,আমার হয়েছিলো ভুল।
ভুলে ফুলে দুলে দুলে সেদিন সকালে তুমি অনুকূল
আজ তুমি হৃদয়ে মম প্রানহীন পাথরপুতুল।
তবু মনে হয় ঋদ্ধ, ধন্য আর ঐশ্বর্যময় তোমার প্রাচৃর্যে
কার সাধ্য আছে দেবে আমাকে ধন তোমার সৌন্দর্যে !!
©somewhere in net ltd.