![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
কৃষকের মতোন কোমরে গামছা বেঁধে হাল কালের কবির কবিতা পড়তে বসি
বুঝতে পারিনা।
গিঁট আরো শক্ত করি, দেখি কবিতা চরণগুলো পিছলে যাচ্ছে গদা মাছের মতোন
পাঠোদ্ধার করা বড়ই কষ্টকর ঠেকছে আমার কাছে।
বিষয়ের সাথে ভাবের কিংবা ভাবের সাথে উপমার, কিংবা চিত্রকল্প বা প্রতীক ;
সব মিলে কিছু শব্দের গাঁথনি ঠিকই বুঝি, অথচ কবিতা বুঝিনা।
তাই প্রতিজ্ঞা করলাম কোমরে গামছা বেঁধে কবিতা বুঝতে যাবো না আর
ধান ফলাবো, বিদেশী মুরগীর ফার্ম দেবো
কিংবা করবো মাছের চাষ
না হয় মেয়েদের ছবি তোলার স্ট্রডিও দেবো, নয়তো কসমেটিকস এর দোকান
হাল কালের কবিতা বুঝতে চাওয়ার মতোন বোকামী আর নেই
ক্রিকেট খেলার মতোন বিশাল জনগোষ্ঠির কার্যঘণ্টা নষ্ট হচ্ছে
অথচ শিক্ষিত জন তা বুঝছে না. যেমন তা, হালকালের কবিতা পাঠকের জন্য না
লিখিত হচ্ছে কবিদের জন্য, আবার কিছু অকবি খামাখা রহস্য সৃষ্টির নামে
অলিক ম্যাজিকে মেতেছে !!
এর ভবিষ্যৎ...................?
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ রাত ১২:৫৮
উড়োজাহাজ বলেছেন: আমিও বুঝি না হাল আমলের কবিতা।