![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
দ্রততম বিমানের চেয়ে ঢের সময় চলে গেলো পালক নেড়ে
আমার দাড়ি গোঁফে শরতের আকাশ আচমকা ঢল নামালো
কে আমাকে নিতে আসে তেড়ে
রাতের আঁধারের মতোন কে আসে এখানে জমকালো।
তবু তুমি এসে ঋদ্ধ করে গেলে অনাথ বালকের পৌরুষ
দিয়ে গেলে গুচ্ছ গুচ্ছ ফুলের ঘ্রাণ
সময়ের সাথে সব চলে গেছে পড়ে আছে তুষ
নড়বড়ে খুঁটিতে ভর করে ঠঁায় দাড়িয়ে থাকে আজ আমাদের প্রাণ।
মধ্যযুগের কবিরা প্রায় চাপা পড়েছে রাণা প্লাজার ধসে পড়া কামরায়
বেঁচে আছেন শুধু চণ্ডিদাস মুকুন্দ আলাওল ভারত চন্দ্র আর কতিপয়
আজকের কাক আর কাঁকড়ার মতোন কবিরা আমরা যারা
কদিন বাঁচবো আধুনিকতার তোড়ে, শিখে বিদ্যে গুরু মারা।
আজ আমাদের জ্ঞানের চেয়ে জ্ঞানের ভান বড়
সময়ের আবেদনে কেন হে মেধাবীরা হয়ে থাকো জড়সড়ো।
ঢাকা
০৩.০৫.২০১৩ (দুপুর)
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
২| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫০
সোহাগ সকাল বলেছেন: শফিক আপনার নাম? কবিতা সুন্দর হয়েছে।
০৩ রা মে, ২০১৩ দুপুর ১:২৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: আমাকে ব্যক্তিগত ভাবে চিনেন নাকি ভাই ?
ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৩
মাহতাব সমুদ্র বলেছেন: 'মধ্যযুগের কবিরা প্রায় চাপা পড়েছে রাণা প্লাজার ধসে পড়া কামরায়
বেঁচে আছেন শুধু চণ্ডিদাস মুকুন্দ আলাওল ভারত চন্দ্র আর কতিপয়'... দারুন ভালোলাগা। সুন্দর।