![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
মানুষ যদি বৃক্ষের মতোন হয়
আপন প্রয়াসে মৃত্তিকার রসে নিসর্গের শোভা বর্ধন করে
তবে আজ আমাদের এই যুদ্ধ যুদ্ধ খেলা থাকতোনা
এখন হিংসায় দ্বেষে অহমে লুণ্ঠনে দেশে এক অরাজক পরিস্থিতি
আমরা বুলি আওড়াতে সিদ্ধহস্ত
আমরা সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ
অথচ নিজে চোরের মাল ভাঙি, ঘুষ খাই,টেন্ডার বাগাই
ভাউচারে আর যৌন আচারে ভারি করে তুলি অফিসের ফাইল।
হে মানুষ তোমাদের মানুষের মতোন হবার প্রয়োজন কী ?
তোমরা বৃক্ষের মতোনই হও
সমাজ গড়াবার দরকার নেই তোমাদের
তোমার নিজের তুমিকে তুমি গড়ায়
তবেই এরকম অজস্র তুমি নিয়ে বৃক্ষের মতোন এক বিশাল নিসর্গ পাবো
মানুষে মানুষে এত কাটাকাটি থাকবেনা।
নিজের গ্যাসলাইটেই মুদ্রা দোষ
মাঠে ময়দানে গিয়ে কাপড় করো শুধু
নিজেরই আগাছা বাছোনা,দেখবে এরকম প্রতিটি আগাছাহীন গাছ নিয়ে
এক নান্দনিক নিসর্গ আমরা পেয়ে গেছি।
মানুষ কেনো বৃক্ষের মতোন হয় না
তারা শুধু কুকুরের মতোন শিকার নিয়ে টানাহেচড়া করে
তারা ঘুষের টাকা ভাগবাটোয়ারা করে। তারা গণধর্ষণ করে
তারাই আবার উদাত্ত আহবানে সমাজ গড়াবা কথা বলে।
নিসর্গ : ঢাকা
০৩.০৫.২০১৩
০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:৪৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ দুপুর ২:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম ভালো লেগেছে।