![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব------------
মানুষ যদি বৃক্ষের মতোন হতো, শুধু নিজের শোভা বৃদ্ধি করেই ক্ষান্ত হতো !
শ্লোগাণে মুখরিত করতোনা রাজপথ,
সমাজ গড়াতো না দামি মাইকের আওয়াজে ;
কিংবা সভ্যতা সৃষ্টির নামে, আধুনিকতা কিংবা উদার মানবতার নামে যদি
দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত না করতো জাতীয় পত্রিকায় ;
তাহলে আজ আামদের এই যুদ্ধের, দ্বন্দ্বের মধ্য দিয়ে যেতে হতোনা।
বৃক্ষরা শ্লোগান দেয়না, সমাজ গড়াতে অলিক বুলিতে উত্তপ্ত করেনা মাউথপিছ,
তারা সালোকসংশ্লেষণে নিজের খাদ্য নিজেই তৈরী করে,
খেয়ে দেয়ে টাইমমাফিক ঘুমের ঘোওে কাবার করে রাত।
নিজের ক্ষমতা বলে ফুল ফল কিংবা শোভা বৃদ্ধি করে কী সুন্দর শোভিত নিসর্গ বানায় তারা।
মানুষ বৃক্ষ না হোক ;
যদি পশুর মতোনই হতো, তবেও আমাদের যুদ্ধ হিংসা ঘুষ আর ধর্ষণ থাকতো না ;
পশুরা এক পেট খেলেই এক ঘুমে কাবার করে রাত্রি কিংবা দিন ;
ওদের কেন্দ্রিয় কিংবা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যোগাযোগের প্রয়োজন পড়েনা।
আমরা মানুষ, পণ্ডিতগণ কহেন : ‘ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ’
তাই আমরা পুঁজিবাদী, আমরা আয়েশের চাদরে নগ্ন প্রিয়ার খোলা দেহ নিয়ে ব্যন্ডসংগীতের
উৎকট আওয়াজের প্রতিধ্বনিতে মুখরিত করি গোলডিমের স্বচ্ছ কামরা।
মানুষ বড় হিংস্রজীব, আয়েশি, বিলাসী, দেহবাদী ; পুঁজিবাদী
তারাই পৃথিবীতে যুদ্ধ আনে, বন্যা আনে, আল্লাহর গজব আনে ;
আবার তারাই শ্রেষ্ঠ মাখলুকাত,
প্রভূ এইসব পশু মানুষের হেদায়েত করো, বৃক্ষের বৈশিষ্ট্য দাও, তোমার কাছে এই মোনাজাত।
নিসর্গ : ঢাকা
১১.০৫.২০১৩
©somewhere in net ltd.