![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
আমি তো বেশী কিছু চাইনি
শুধু একটি ঘর চেয়েছিলাম, দোচালা বাংলা ঘর কিংবা অরণ্যবাংলো
বাংলোর দক্ষিণে ছোট্ট একটি বারান্দা, তার সামনে কয়েকটি ফুলের একটি বাগান ;
তার ধারে একটি শানবাঁধা পুকুর, পুকুরের স্বচ্ছ জল, জলের ধারে কিছু ফুলদাম ;
আমি তো বেশি কিছু চাইনি,
শুধু দুবিঘা জমি চেয়েছিলাম, অবশ্য রবিশস্যের জন্য আরও একবিঘা
নাল জমিতে ফলবো কিছু ধান, তাতে পাবো আমার ছ’মাসের খোরাকী
আর রবিশস্যের ক্ষেতে হরেক সবজি,বাংলোর চালে লাউ কিংবা পুঁই
এই দিয়ে বেশ যাপিত জীবন,
আমি তো বেশি কিছু চাইনি মোটা চালের মতো দুটো মোটা কাপড় চেয়েছিলাম ;
আমার লজ্জা নিবারণের জন্য এক খণ্ড বস্ত্র
একটি বলদ, দুটো দুধেল গাই, একটি লাঙল, আর একটি জোয়াল ;
আর আমার ঘরটাকে আলোকিত করার জন্য একজন আবহমান বধুঁ,
বধুঁর কপালে লালটিপ, ঘটিহাতা ব্লাউজ, লালপেড়ে শাড়ির খরখরে গন্ধ,
আর তার নিপুণ বুননের দেহ থেকে বিচ্ছূরিত হওয়া মৃত্তিকার ঘ্রাণ,
আমি তো বেশী কিছ ুচাইনি
শুধু দুবেলা দুমুঠো খেয়ে পবিত্র সঙ্গমে একটি বিশুদ্ধ মানব সন্তান জন্ম দিতে
চেয়েছিলাম।
নিসর্গ : ঢাকা
১৩.০৫.২০১৩
১৪ ই মে, ২০১৩ সকাল ১১:০২
অনুপম অনুষঙ্গ বলেছেন: ,@
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ রাত ১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: শুধু দুবেলা দুমুঠো খেয়ে পবিত্র সঙ্গমে একটি বিশুদ্ধ মানব সন্তান জন্ম দিতে
চেয়েছিলাম।
কি দারুন সুন্দর!
অনেক ভাল লাগা রেখে যাচ্ছি কবি!