![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
তুমি সঙ্গী হতে চাও, পারবেনা, পুড়ে যাবে,
মনের গহনের বেদনা বুঝতে চাও, এসো, ডুবে যাবে,
আমি তো জন্মদুখী এক, আমার কড়া ঝাঁঝে আর উৎকট গায়ের গন্ধে কোনো
পেলব মেয়ে মানুষ কাছাকাছি ভেড়েনি
চোখ তুলে হালকা বাংলাভাষায় বলেনি একটি সরল বাক্য,
ছোট্ট একটি গোলাপও কিনেনি শাহবাগের দোকানিদের নিকট
কত উৎসব যায়,
একটা লুঙ্গি বা গামছা, কিংবা কমদামী একটি খদ্দরের পাঞ্জাবী কেউ দেয়নি আমাকে,
অথছ কতকাল আমি দুটো শিশির ভেজা শব্দের জন্য বসে আছি
একটা সাদামাটা বাক্যের জন্য বসে আছি
একগ্লাস শরবত কিংবা এককাপ গরম কফির জন্য বসে আছি ;
খাম ধরে বসে থাকা এই আমার কাছে কেউ আসলো না,
মুখে তুলে দিলোনা নব্বানের দুমুঠো ভাত,
বৈশাখের নতুন জলের গভবর্তী মাছের ডিমের ভূণা আর চিকণ চালের একপ্লেট ভাত
কেউ খাওয়ালো না আমাকে।
আমি চিরকাল বসে থাকি, দুফোটা শিশিরের জন্য
আমি চিরকাল কেঁেদ মরি এক চুমুক ভালোবাসার জন্য
আমি চিরকাল একটি পবিত্র হাতের ছোঁয়া পেতে দাঁড়কাক হয়ে বসে থাকি।
তবু কেউ আসলো না, কেউ আসলো না...........
নিসর্গ : ঢাকা
১৪.০৫.২০১৩
©somewhere in net ltd.