![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
গতরাত, সারারাত ঘুম আসেনি চোখে,
কেমন এক যন্ত্রণা কিট কিট করেছে মাথার ভেতরে,
পাশ ফিরতেই বার বার পেয়েছি পুরনো প্রেমিকা পেলব দেহের বাস্না,
বিদেশী স্নোর ঘ্রাণ,
আর তার অন্তর্বাস থেকে, উত্তাপে, ফুটছিলো ঝুরঝুরে গেঁদা ফুল,
আমি তাকে জড়াতেই হাতের মুঠো থেকে গভীর জলে মাছ যেন পিছলে গিয়েছিলো ;
ওপাশ হতেই আবার একি কাণ্ড !
আবার তাকে জড়ানোর প্রাণপণ প্রয়াস :
ঘুমের ঘোর যেন বানরের মতোন তৈলাক্ত বাঁশ বেয়ে পিছলে নেমে পড়ি,
ঘুমের আবেশ আমাকে শাল চাদরের ভেতর জড়াতে চায়,
অথচ আমার সাথে কে যেনো কানামাছি খেলে,
সারারাত এভাবে কাটে গতরাত,
দুচোখে একফোটা আসেনি চোখে, অথচ আমার কাছে কে যেন শুয়েছিলো ;
তাকে আমি (হয়তো আমার পুরনো প্রেমিক)
আমার মনের কথা সব খুলে বলেছি,
নিবেদন করেছি নিজকে, সে সব বুঝেছে ; অথচ নিজেকে মেলাতে চেয়ে
মেলেনি,
গতরাত আমার ব্যর্থ শিকারে কেটে গেছে।
নিসর্গ : ঢাকা
১৫.০৫.২০১৩
©somewhere in net ltd.