![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
বৈশাখের বর্ষার জলে ডুবে গেছে নালা ডোবা বিল ;
বৃষ্টির ঝাপটায় বধুঁর দেহে নেমেছে খল্সে মাছের উচ্ছলতা ;
নুতন জলে ধুয়ে মুছে সে আজ আহা কেমন অনাবিল !
মেঘলা দিনে সে ভাঙতে চায় নির্জন কামরার নিরবতা।
কচুপাতায় মুক্তাবিন্দুর ফোটা ফোটা জল ঝরছে তার
অমূল্য রতনের নরম দেহের শরীর ছুঁয়ে ;
চোখে তার দেখি মিটি মিটি ; যেন অজস্র কোটি তারার ;
ভোগা চেলেছে নতুন অঙ্কুর ; তার নরম স্নিগ্ধ ভূঁইয়ে।
বিকেলের ভাতঘুমে বধুঁ আজ নিবিড় হলো মত্ততায় ;
ময়ূরের মতোন পেখন মেলে বুঝালো হৃদয়ের খবর,
ওদিকে গুন গুন কে গায় হায় বৃষ্টির ঝাপটায় !
তাই দেখে যে নেচে মরে, আকাশের পাড়ে ; নটবর।
নতুন জলের মাছের মতোন বধুঁ আমার আজ কেমন উচ্ছল ;
নতুন জলের দেহের গন্ধে আহা কী আনন্দ আর সুধা প্রবল!
নিসর্গ : ঢাকা
১৬.০৫.২০১৩(সন্ধ্যা)
©somewhere in net ltd.