![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
নীলা, সেইদিন এইরকম জৈষ্ঠের সাদা রঙ সকাল ছিলো ;
উচ্ছল ফড়িংমন তোমার উঠেছিলো নেচে,
মধুমাসে মানবমনে কী এক উত্তেজনা ঢেউ খেলছিলো ;
তুমি এসেছিলো আমাদের নির্জন কামরার মেচে।
সেইদিন বাসায় কেউ ছিলোনা, আমি একা এক গবেষক,
ফাইনাল পরীক্ষার থিসিস প্রস্তুতে নিমগ্ন টেবিলে মাথা ঢুকে ;
হঠাৎ যেন মেয়ে মানুষের কণ্ঠের নরম খকখক !
তুমি সংগোপনে ভেতরে গিয়েছিলে ঢুকে।
তোমাকে আচমকা পেয়ে কোথায় রাখিবো আমি ?
আকাশে পাতালে না সমুদ্রে না কোল্ড স্টোরেজে ?
হৃদয়ে নাড়া দিয়েছিলো দুষ্ট পাগলামী,
বিয়ে তো নির্ঘাত যদি দেখে ফেলে সমাজে।
সেইদিন খালি মুখে তোমাকে দিয়েছি বিদায়
আজ তাই গুমড়ে কেঁদে মরি গভীর বেদনায়।
নিসর্গ : ঢাকা
১৯.০৫.২০১৩
©somewhere in net ltd.