![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব
নারী, তুমি অন্যন্যা, তবে কেনো হও পণ্য ?
শিল্পের কাছে তোমার কত কদর তা তুমি জানো ?
তুমি সামান্য কয়টি পয়সায় শিল্পপতির কাছে কেনো হও নগণ্য ?
কেনো দোলাও, কেনো ভোলাও, যত্রতত্র শুইয়ে পড়ো কেনো?
নিপুণ অভিনয় দিযে জীবনের কথাই বলো,
সৌন্দর্য আর জীবনের গভীরতর বেদনার কথা,
পরিহিত বস্ত্র কেনো হবে তোমার অগোছালো
সাত রাজার ধন কেনো খুলে প্রদর্শন, কেনো খুলে পড়বে ফুলের পাপঁড়ি পাতা?
জীবাণুর হাত থেকে মুক্ত হতে বরং ঢেকে রাখো রাজভোগ,
সংগোপণে তা থেকে মুক্তার দানার মতোন ফুটুক সাপের মনি,
চড়া দামে নিলামে উঠুক, দেখে পস্তাক, লুইচ্চা আর পেশাদার ধর্ষক,
জ্যোৎস্নার রাতে পুলকের দোকান দাও, হে প্রিয়ভাষিণী।
নারী তুমি পণ্য নও, তুমি মাটি, ফলাও কালের সন্তান ;
সম্ভ্রম কেনো তুমি খুঁইয়ে দেবে তুমি, কেনো বির্সজন দেবে মান-সম্মান।
নিসর্গ : ঢাকা
২০.০৫.২০১৩
©somewhere in net ltd.