![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------
আমি কতবার মানবতা নামক একটি ফুলের জন্য
মানুষের পায়ের কাছে মাথা কুঁটে মরেছি,
চোখের জলে বোঝাতে চেয়েছি মানবতার ফুলটি খুবই দরকার আমার,
আমি কতবার মানুষের দ্বারে বাধ্যানুগত পোষা কুকুরের মতোন
মানবতা নামক একলোকমা খাবারের জন্য দীর্ঘ প্রতীক্ষা করেছি,
তবু এই মাটির পৃথিবীর মানুষ ফিরে তাকায় নি ;
তাঁরা দীর্ঘ প্রতিবেদনে পত্রিকার পাতা ভরে ফেলে
তাঁরা সবুজ খাসময় খোলা ময়দান গরম করে কথিত মানবতা বুলিতে ;
তাঁরা নিরন্ন মানুষের অধিকারের কথা বলে
তাঁরা প্রান্তিক আর তৃণমূলের পুনর্বাসনের কথা বলে
অথচ দেখুন আমন্ত্রিত জলসায় সম্মানীর একটু ঘাটতিতে
পেঁচামুখ তার, মেঘময় বর্ষার গোমড়াবদন।
সমাজ গড়াবার দরকার নেই তাঁদের
সে নিজকেই গড়াক,
আমি যাদের পায়ের কাছে মানবতার ফুুলের জন্য মাথা কুটে মরেছিলাম,
এখন লাথি মারি
কেনো না আমি শ্লোগানে মুখরিত করিনা রাজপথ,
আমি সমাজ গড়াবার নামে ময়দান উত্তপ্ত করিনা,
আমি ছোট্ট একটি ক্ষুদেজীব ; আমি নিজকেই গড়াতে নিমগ্ন ;
এভাবে প্রতিটি ব্যক্তি যদি নিজকেই গড়ায়
আর সেই গড়ানো লোকসকলে যদি গড়ে ওঠে সমাজ
তাহলে আামাদের সমাজে মানবতা ফুল ঠিকই ফুটবে।
নিসর্গ : ঢাকা
২০.০৫.২০১৩
©somewhere in net ltd.