![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
আমি কালের ছোবলে তাড়া খাওয়া পাখির মতোন তোমার কোলে মাথা রেখে ভেবেছি মায়ের কোল ;
আর ভালোবাসাহীন এই উষর দেশের মাটিতে তোমাকে ভালোবেসে ভেবেছি এতো অবিকল অমরাবতী ;
আমি তোমার শুশ্রƒষা পেয়ে ভুলে গেছি আমার জন্ম দাত্রী জননীর শাশ্বত সুন্দর সফেদ হাত-কোমল ;
তোমাকে পেয়ে আমি, এই মৃত্তিকার ধুলোমাখা, কাদাজলের মাটির কুঁড়েঘরে পেয়েছি আবহমান প্রীতি।
তুমি যেদিন এই বাড়িতে আসলে, আমি ভুলে যেতে থাকলাম আমার অতীত পরাজিত জীবনে আখ্যান ;
তুমি আলো করে কোটি তারার প্রোজ্জ্বলতা নিয়ে এলে মাত্র তিনবিঘা বৃক্ষঘেরা বাড়ির প্রাচীরের ভেতর ;
রোজরাতে তোমার পরিহিত বসন গোলাপ আর রজনীগন্ধার পাপঁড়ি হয়ে ফুটতে থাকলো অজস্র অফুরান ;
ভোরের নির্জন নদীর ভেতর তোমার আমার আবহমান সাঁতার, আর অপার আনন্দ আসতো যেন স্বর্গের।
একদিন বুকে মাথা রেখে লজ্জায় মরে গিয়ে বললে : পেয়েছো নাকি একটি ফুটফুটে ফুলশিশুপুত্র ;
সে নাকি আবার নামকরা ডাক্তার হয়ে বেরিয়ে তোমার তাপমাত্রা মেপে চেয়েছে ডাক্তারী ভিজিট ;
তুমি তাকে ভিজিটের টাকা দিতেই, আচমকা তোমার ঘুম ভেঙে গিয়ে খুলে যায় আবেশের দুটি নেত্র ;
পরদিন জেলা সদরের আসল ডাক্তারের কাছে গিয়ে দেখা গেলো, পেটের ভেতর তোমার মানবের কীট।
দশমাস তিনদিন পর ঘর আলো করে এলো এক মহারাজা, নগ্ন অথচ ফুল অথচ সবটুকু সোনার টুকরো ;
আমাদের সম্বল নেই, আবাস,পুঁিজ নেই, তবু স্বর্গে বেঁেচে আছি ; যদিও বাঁচি খেয়ে নিরামিশ, খুদ-কুঁড়ো।
নিসর্গ : ঢাকা
২০.০৫.২০১৩
©somewhere in net ltd.