![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব------------
একদিন ঘাঘটের ঘাটে, তুমি দীর্ঘ প্রতীক্ষায় ঘামে গলে নোনা হয়েছিলে
সফেদ অন্তর্বাস ভিজে ভিজে ঘাঘটের জল হয়েছিলো
তোমার নীলসাদা চোখ পলাসের পালক হয়েছিলো
ঘাঘটের জল তোমাকে দেখে কেঁদে কেঁদে বইছিলো।
তোমার বাবার বাড়িটা নামে লিখে দিয়ে ঘরজামাই করার বড় সাধ ছিলো তোমার মায়ের
আর আমাকে তুমি মনিভক্ত কুকুর বানাতে চেয়েছিলে
অলিক আভিজাত্যের আভাসে বোঝাতে চেয়েছিলে উঁচু তলার মানুষ তোমরা আর তোমাদের পুর্বপুরুষ
ভালোবাসার অন্তরালে বাড়ির কাজের চাকর বানাতে চেয়েছিলে তুমি আমাকে।
বুঝিতাম আমি ভালো করে, বর্ষণমুখর সেইরাত তাই গিয়েছিলো
অফডে অফিসের হাজিরা খাতায় স্বাক্ষরহীন,
সকালের স্নান তাই প্রয়োজন হয়নি,
তাই সম্মুখেই রাজভোগ পেয়ে দীর্ঘ ক্ষুধাতুর ভিখেরি হাত তুলে মাগেনি করুণা।
ছাত্রদের ব্যাকরণ পড়াতে গিয়ে মধ্যপদলোপী কর্মধারয় সমাসে প্রায়শ আসে
ঘরজামাই আর মৌমাছি শব্দ দুটি, মনে মনে বলি কি বাঁচানোইনা বেঁচে গেছি!
নিসর্গ : ঢাকা
২১.০৫.২০১৩
©somewhere in net ltd.