![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
এত ভালোবাসা কে বাসিয়াছে, কে সহ্য করিয়াছে এত যন্ত্রণা ;
কার সাধ্য আছে, কার এতো বুকের পাঠা, সম্রাট শাহজাহান ?
বাইশ হাজার শ্রেমিক বিশ বছরে নির্মাণ করিয়াছে স্বর্ণ প্রতীমা ;
কালে কালে বিশ্ব এসে দেখুক, কে কেড়েছিলো মমতাজের মন।
আমি তো সম্রাট শাহজাহান নই, ঈশা খাঁ নই, নই ক্ষুদে নবাব ;
সপ্তামার্যের একটি নিমার্ণ করো যাবো রাজকোষাগারের অর্থে,
আমি লিখতে পারি কয়েক পক্তি কবিতা। আর কমদামী কাবাব
খাওয়াতে পারি একদিন, তবু তা কিছু কিছু বিধি-নিষেধ শর্তে।
মেয়ে তুমি অধিক ভালোবাসা পেয়ে ন্যাং পেতেছো গর্ব-গরিমায় ;
ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে, অমূল্য রতন আর পেলব দেহের ;
নগরীর পথ হেটে যাও, মাটি, পিচ কেঁপে যাও, কত রঙ্গভঙ্গিমায় ;
শাহজাহানের যুগ নেই, অত পাগলও কেউ নয়, শাশ্বত প্রেমের।
সময় থাকতে ফিরে এসো , গুছগাছ করো, নিম্নবিত্তের এই ঘর ;
সংসার করো, একটি সন্তান দাও, তাজমহল হোক এই কুঁড়েঘর।
নিসর্গ : ঢাকা
২২.০৫.২০১৩
©somewhere in net ltd.