![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
অতিবর্ষণের সকালে আজ কোনো অফিস নয়, কলেজ নয়, নয় বিশ্ববিদ্যালয় ;
ভূনা খিচুড়ির ভাঁপে, আর ইলিশ ভূনার ঘ্রাণে মাত করে তুলো মধ্যবিত্ত ফ্ল্যাট,
সকালের নাস্তা সেরে এই ঈষৎ হিমে পাতলভ নক্সীকাঁথা মুড়িয়ে ঘুমের ভেলায়,
উষ্ণ শ্বাসে, বৃষ্টির ঝাঁপটা মিলনে এসো, আপসোস করুক দেখে পোষা ক্যাট।
বৃষ্টির দিনে মিলনে যদি আসে ঠাণ্ডা মাথার এক সোনার প্রতিমা সন্তান ;
আমরা তাকে এই দেশের এক বাধ্যানুগত আমলা বানাবো হে প্রিয়তমা,
মিলনের আগে, পরে আর অন্তবর্তীকালীন সময়ে তুমি করবে শুধু শুদ্ধস্নান,
আমিও আজ ঘুষহীন, আর অন্যের অর্থে খাবো না একমুঠো ভাতের লোকমা।
অতিবর্ষণের সকালে এসো, আমরা রচনা করি মধ্যযুগের বৈষ্ণব্য পদাবলী ;
চণ্ডিদাসের মতোন এসো মিলনেও আমরা কাঁদি বিচ্ছেদ ভাবিয়া,
আজকের মোহন আবেশে সবজু কামরায় জ্বলুক গোলডিমের নীল দীপাবলি
শপথ করি, এসো, পরপারেও আমরা দুজন মিলিত হবো, যাই যদি মরিয়া।
অতিবর্ষণের সকালে এসো, পেখম মেলো ময়ূরের মতোন নাচো ফঙিংনৃত্য ;
আমি আজ তোমার সাহেব নই, স্বামী নই, আমি আজ আবহমান এক ভৃত্য।
নিসর্গ: ঢাকা
২৩.০৫.২০১৩
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১০
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনাকে আর শুভ কামনা
২| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৩২
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভূনা খিচুড়ির সাথে ইলিশ খাওয়া হয় না অনেক দিন ধরে, আজ মাকে বলতে হবে!
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৪১
অনুপম অনুষঙ্গ বলেছেন: দাওয়াত দেবেন না ?
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন । ভাল লাগলো ।