![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব------------
অরণী জানি তুমি ফিরবেনা, এই আজকের অতিশিক্ষিত যুগে শর্ট কাপড়ে আবৃত হয়ে
তুমি মাত করে ঘুরেফিরবে বাণিজ্যিক শহর,
তোমার দম্ভ আর দাপটে নেউল কুকুরের মতো মাথা লুকোবে গ্রামের মেধাবী ছাত্র ;
তবে শহরের বখাটেরা পিছু নিবে তোমার ;
তুমি বেশ্যার বিকল্প এক ‘আধুনিকা’ নাম ধরে শীর্ষ আমলার গামলা ভরাবে রাতভর।
অরণী, কালো কমপ্লিট আর দামী টাইটের নটের নিপুণ বাঁধন থাকলেই মানুষ মানুষ হয় না,
সুরম্য প্রাসাদ থাকলেই মানুষ মানবিক হয় না,
সুন্দর সুশ্রী হলেই মানুষের মন হয় না পবিত্র জলডুমুরের মতো শুদ্ধ,
তুমি কাকে বিশ্বাস করো, কোন আধুনিকতায় আর আভিজাত্যে গা ভাসালে অরণী ?
ওরাতো উচ্ছৃংখল মধ্যবিত্ত; পরাজীবী উদ্ভিদ ; উৎপাদনে ওদের মাথা ব্যথা নেই।
ওরা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দুঃখিনী বর্ণমালা ভুলে
ভুল ইংরেজি বাক্য ছুঁড়ে মারে,
বাংলাকে উচ্চারণ করে ইংরেজির মতো,
ব্যবহার্য ইংরেজি শব্দের উচ্চারণে একশত শব্দের নব্বইটি ভুল করে কথিত আধুনিকরা,
আর বাসে ট্রেনে প্লেনে ইংরেজি বুলি !
চলনে ইংরেজি স্টাইলের ছেঁড়াফাঁড়া, ময়লা পোশাক, প্যান্টের উরুতে বর্ষিত বীর্যের দাগ,
আর ওরা আজ আধুনিক,
তুমি ফিরে আসো অরণী, না হয় ছায়াব্লাউজহীন একটিমাত্র কমদামী শাড়িতে ফিরে এসো
তাতেই অনেক সুন্দর লাগবে তোমাকে
এই ভুল উচ্চারণের আর ছেঁড়াফাঁড়া আধুনিকতা নিয়ে বাঙালি ঐতিহ্যকে হত্যা করোনা।
মৃত্তিকার গন্ধ মাখো, দেহে, স্তনে, উরু কিংবা জঙ্ঘায়, বকুলফুলের মালা গাঁথো বর্ষার রাতে ;
ছিঁড়েফাঁড়া কাঁথা বিছাও, গালভরে পান খাও, আর আমি এক আবহমান কৃষক লাঙলের মুঠি ধরি
বর্ষার রাতে। কাদাজলময় ভূমি চষে ফলাই ধান আর সন্তান।
নিসর্গ : ঢাকা
২৩.০৫.২০১৩
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:১৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা।
২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কাদাজলময় ভূমি চষে ফলাই ধান আর সন্তান ভাল লাগলো । ১ম +++
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:১৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনাকে ধন্যবাদ+++++++++++++
৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:২৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো অনেক।
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:২৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: লেখাটা লিখে নিজেও আনন্দ পেয়েছি একটু।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:০৯
হাবিব কবি বলেছেন: বকুলফুলের মালা গাঁথো বর্ষার রাতে ;