![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------
বাবা এইদিনে আপনি নিঃশব্দে প্রস্থান করলেন পৃথিবীর লোকের থেকে ;
আমরা কটি ভাইবোন ছায়াহীন বৃক্ষের নীচে কাঠফাটা রোদে হলাম নিপতিত,
সেই থেকে জীবন আমাদের পতিত হলো ঘুণির্পাকে_
দুঃখ দৈন্য দশায় আর কষ্টের জলে পুড়ে পুড়ে আমরা পীড়িত।
সেই থেকে জীবন আমার চলছে যেন দ্রুতগামী ট্রেন ;
যাপিত জীবনের ধকলে বাঁচার কি যে নিরন্তর দুঃসহ যন্ত্রণা,
এতটুকু অবসর নেই, 'চারিদিকে যেনো আমার জীবেনর সমুদ্র-সফেন'_
সেই দিন থেকে আপনি হীন কোনো উপাদেয় কিছু হয়নি কেনা।
মনোরম দৃশ্যে, দামী ভূষণে, আর উপাদেয় খাবারের ডাইনিং-এ ;
সর্বদা আপনার উপস্থিতি কান্না ঝরায় শীতের টপটপ শিশিরের মতোন,
কোনো ভালো লাগা নেই আমার এই শূন্য জীবনে,
আপনি নেই তবু নিশিরাত, নির্জন বিকেল, দুরন্তদুপুরের কত কথোপকথন ।
আমার অস্তিত্বের প্রতিটি রক্তবিন্দুর নির্যাসে, বাবা ,আপনি সবর্দা বহমান ;
বাবা শব্দটি উচ্চারিত মাত্র, আহা কত স্নিগ্ধ শান্ত অনুভবে জুড়ায় ক্ষুদাতুর পরাণ।
১২.০৬.২০১৩
©somewhere in net ltd.