![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
তোমাকে ভালো করে ভালোবাসবো বলে
কৃপণ লোকের মতোন গচ্ছিত রাখলাম সঞ্চয় ;
নিজকে আধুনিকতার উদার স্রোতে ভাসালাম না-
গেঁয়ো গ্রামীণ থাকলাম,
আটপৌরে ভাবনায় লোকজ পদাবলি লিখে ভরালাম দেরাজ।
তোমাকে ভালো করে ভালোবাসবো বলে
আমি চোখ তুলে তাকাইনি কোন সুশ্রী রমণীর মুখে
তার নিটোল নিতম্বের দুলুনি দেখিনি
দেখিনি তার বুকে কুমির কীভাবে ভেসে ওঠে
আমি কারো গায়ের ঘ্রাণও শুঁকিনি কোনো সুযোগে।
এমনকি সিটিবাসে পাশের রমণীটির দিকে একবারও পাশ ফিরিনি আমি।
আমি তোমাকে ভালো করে ভালোবাসবো বলে হাটে তুলিনি পণ্য
নিলামে ডাকিনি
একান্ত তোমাকে পেতে
আমি অঙ্কে কাঁচা ছাত্রের মতোন চিরকাল নির্বোধ থেকে গেলাম।
অথচ তুমি আজ কত উদার আর আধুনিকা হয়ে উঠলে..............
আমার সঞ্চিত ভালোবাসায় আজ বাসা বেঁধেছে উঁই দম্পতি
পুরোনো টাকার মতোন উৎকট গন্ধে আজ নাক রাখা ভার
বন্ধ্যা রমণীর মতোন আজ আমার যায় অনুর্বর সময়............
তবু তোমার সাথে আমার আহা ! একি ! গভীর প্রণয়।
১৮.০৬.২০১৩
©somewhere in net ltd.