![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
নীলা চলে যাবে বলে সেদিন তোমাকে ছুঁইনি
আর যদি ফিরে না আসো
মিছে কেনো তাহলে আগুণ জ্বালাবো ?
ফোয়ারার কাছে বসে জোয়ার এনেছিলে জীবনের
মানবীফুল থেকে দিয়েছিলে স্বর্গের সুবাস
মাতৃভাষা বাংলায় ছোট্ট একটি বাক্যে করেছিলে
তোমার তাবৎ প্রকাশ
তারপর লজ্জানত চোখের কত লীলাখেলা
বর্ষার জলে ভেজা, গ্রীষ্মের গরমে গলে তোমাকে পাওয়া।
কালের যাঁতাকলে তোমাকে ধরে রাখতে পারিনি আমি
ব্যর্থ প্রেমিকের উপাধি নিয়ে তাই আজ
তোমাকে ছুঁইতে বড় ইচ্ছে করে।
ইচ্ছেগুলো বর্ষার জলে ভেজা ফুল হয়
তোমাকে পেতে আজ ভুল হয়।
২৫.০৬.২০১৩
২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনাকে ধন্যবাদ। শুভ কামনা ভালো থাকবেন।
২| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:০১
শামসুন বলেছেন: নীলারা অভিমা্নী
২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: না না নীলা ঠিকই ছিলো আমি বেকার ছিলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: অনুপম অনুষঙ্গ,
আপনি অনেক কবিতা লেখেন । সবটা পড়ে ওঠা হয়না নানা ঝামেলায় ।
আজ এটুকু বেশ ভালো লাগলো -
নীলা চলে যাবে বলে সেদিন তোমাকে ছুঁইনি
আর যদি ফিরে না আসো............
হ্যা... ভয় তো রয়েছেই ...
শুভেচ্ছান্তে ।