| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনুপম অনুষঙ্গ
	আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব---------------
জেসিকা, যখন সত্যি মনে হয় তুমি আমাকে ভালোবেসেছিলে
তখন মনে হয়, পৃথিবীতে কোনো আধুনিক পুরুষ নেই
কেনোনা থাকলে কি আর আমাকে ভালোবাসতে ?
আমি আয়নায় নিজের মুখ দেখি
কিংবা রাতের সিটিবাসে গ্লাসের বাহিরেও নিজেকে দেখা যায়
অভিজাত অফিসের লিফটেও চোখ পড়ে হরহামেশা
সবচে বড় কথা আমার অফিসের কাঠের বাঁধানো গ্লাসে আমাকে 
বেশ পরিষ্কার দেখা যায়
সেরকম তো কোনোদিন মনে হয় নি !
তবে কেনো তুমি গোয়েন্দা পুলিশের মতোন অজপাড়াগাঁও থেকে 
আমাকে বের করে ভালোবাসতে থাকলে ?
জেসিকা এখন মনে হয়,তুমি আমাকে ভালোবেসেছিলে বলে
আমি সুন্দর হয়েছিলাম
তুমি আমার কাছে থেকেছিলে বলে
আমি এক বীরোত্তম যোদ্ধা ছিলাম
তুমি ভালোবেসেছিলে বলে মনে হয়, এই ক্যাম্পাসে
কোনো স্মার্ট সুদর্শনযুবক অধ্যয়ন করেনি
যদি হতো, আমাকে কি আর তুমি ভালোবাসতে ?
আাজ তুমি নেই 
আমি যুদ্ধের প্রান্তরে বন্দুকহীন খালিহাতে নিথর পড়ে থাকি
জীবনে যু্দ্ধ জয়ের আর কোনো সম্ভাবনা দেখিনা আমি।
তুমি নেই বলে আমার সকল সুন্দর নষ্টের জলে ভেসে গেছে
আমি প্রেমহীন প্রাণহীন পড়ে থাকি, জড় অথর্ব বৃদ্ধের বিক্ষত 
ভাবনার মতো
২৬.০৬.২০১৩
 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:১৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: আসলেই নেই ভাই। আপনাকে ধন্যবাদ
২| 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:০৪
 আমিনুর রহমান বলেছেন: 
জেসি'র মত কেউ নেই ![]()
 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:১৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা আপনার জন্য
৩| 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:১৬
মামুন রশিদ বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
জেসকা'র মত কেউ নেই ![]()
 
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:১৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: ভাই স্পষ্ট কিছু বোঝা গেলো না।
৪| 
২৭ শে জুন, ২০১৩  রাত ১:১০
আদার  ব্যাপারি বলেছেন: 
হুমম।
জেসিকার মতন কেউ নেই।
 
২৭ শে জুন, ২০১৩  ভোর ৫:৫৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: সত্যি তাই........।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩  রাত ১১:০৩
আমিনুর রহমান বলেছেন:

জেসি মত কেউ নেই