![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব------------
তুমি কি জানো ? পোড়া জমির খাক হয়ে গেছে হৃদয় আমার
আমি অনলে পুড়ে পুড়ে অঙ্গার হয়ে গেছি
আমার মনোভূমে কোনো স্বপ্নে কুড়িঁ নেই
বসন্ত আসেনা সেই কত কত দিন থেকে
এই আমি আমাকে একটি দিনের জন্য পরিচর্যা করিনা আর
তুমি বলে কেউ ছিলো, সেটা ভুলে গেছি আমি
ভুলে গেছি স্বপ্নপুরির মেলায় তুমি আমাকে স্বর্গের ছোঁয়া দিয়েছিলে
খুলে দিয়েছিলো তিনবিঘা করিডোর
তোমার সংরক্ষিত রাজ্যে অনুপ্রবেশের অনুমতি
ভিসা আমি তোমার দ্বীপে অবাধ করেছি বিহার
আমার তো আর কিছু নেই
স্মৃতিবিভ্রাট মানুষের স্মৃতিভ্রমে সব ভুলে গেছি।
তবু লোকালয়ে মিশে থাকি
সফেদ দাঁত বের করে হাসি
প্রিয় পরিজন কাছে এলে কুশলতা জেনে নিয়ে আতিথেয়তায়
মশগুল থাকি
অথচ আমার ভেতরে কী বেদনা লুকিয়ে থাকে
তা কেউ জানে না
জানার চেষ্টা করেনি কেউ
কত গোয়েন্দা সংস্থা এই দেশে
মানুষও তো গুপ্তচরবৃত্তিতে তুখোর
তবু কেউ কেনো বুঝলোনা
কী বেদনায় আমি পুড়ে গেলাম
এই মাটি আর মানুষের কাছে
এই দেশ আর সমাজের কাছে
প্রিয় আর পরিজনের কাছে
সবাই কেনো স্বার্থের থুলি নিয়ে কাঁচা বাজারে যায়
মোটা কভারের কোর্ট ফাইল নিয়ে অফিসে আদালতে যায়
কেনো তারা থলি ভরে, ফাইল ভরে নিয়ে আসে অবৈধ উর্পাজন ?
তুমিও অনুরূপ প্রেয়সি আমার
শুধু আমার পকেট আর থলিতে চাও
শামুকের মতো খুলে দিয়ে কামুকের দিকে চাও
অথচ কী বেদনায় আমি পুড়ে গেলাম
পতিত ভূমির মতো খাক হয়ে গেলাম
সেটা বোঝার এতটুকু অবকাশ থাকে না তোমার
থাকেনা এই স্বার্থবাদী সমাজের মানুষের
কেউ টোল তোলে,কেউ চাঁদা তোলে
কেউ জনসভায়র জন্য টাকা তোলে,
কেউ নতুন মসজিদ নির্মানের জন্য সঞ্চয় তোলে
কেউ খাদ্যে ভেজাল মেশায়
কেউ টেন্ডার বাগায়, কেউ ডাকাতের মাল ভাঙে
কেউ আবার দস্যুতা করে,
বিরোধীরা নতুন ইস্যু তৈরি করে
কেউ শানিত কলামের খোঁচায় অর্জন করে কোটি টাকার কড়কড়া নোট
কেউ আবার বেশিদামে কেনে পরকীয়া প্রেমিকার রঙিন পেডিকোট।
অথচ আমি কী বেদনায় পুড়ে যাই !
সেদিকে তাকায় না প্রেয়সী আমার
না সমাজ না দেশ
আমার দুঃখ আর বেদনার যন্ত্রণার শব্দদের কেউ বিতাড়িত করতে পারে না।
আমি নির্জনে দুঃখ হতাশার শব্দ ছড়াই
আর বেঁচে থাকি অজস্র লোকের ভিড়েও একজন নিংসঙ্গ মানুষ।
২৮.০৬.২০১৩
২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:০১
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা
২| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৩১
অপর্ণা মম্ময় বলেছেন: আভ্যন্তরীন বেদনার কাব্য !
নিঃসঙ্গতায় বসবাসে তৈরি হোক নিজস্ব ভুবন।
শুভকামনা রইলো
২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++