![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
ম্যান্ডেলা, পৃথিবীর মাটি আর মানুষের ভীড়ে
তুমি মিছে আছো অপার অন্তর্লীন
তুমি প্রতিদিন দোল দাও পৃথিবীর হৃদয়ে
সেই দোলে ফুসেঁ উঠে সমস্ত বিশ্ব।
ম্যান্ডেলা, তুমি জীবন্ত জ্বলন্ত আদর্শ
সামনে আমাদের
তুমি এক বিরল বিকল্প অঙ্কের গাণিতিক সূত্র
তুমি কী করে সাতাশ বছর অন্তরীণ ছিলে
তুমি কি সবটা প্রহর কাটিয়ে দিয়েছো ঘুমে
না কি ছিলে শুভ্রতার সাধনায় মগ্ন।
আমি তোমার ছবি বুকে ধরে নগরীর পথ হাটিঁ
আর তাকাই আফ্রিকার আকাশ
দেখি একটি চাঁদ জ্বল জ্বল জ্বলছে চিরকাল
যে চাদেঁর আলো ক্ষয় হয় না এতটুকু
বরং উজ্জ্বল হয় দিনে দিনে।
সাতাশটি বসন্ত তোমার ফাগুণে ফোটেনি কোনো ফুল
আমরা ভেবেছিলাম তুমি অপাংক্তেয় উষর
অথচ তুমি যে কেমন উর্বর
শান্তিতে নোবেলটা ছিনিয়ে নিয়ে দেখিয়ে দিলে
তোমার সংগ্রাম তোমার উর্বরতা।
বিশ্বের মানচিত্রে আজ তুমি
আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়
বিরল এক অনুসন্ধিৎসু বিজয়ীসেনা।
২৪.১০.২০০১
(ম্যান্ডেলা, ভাঙনের শব্দ-২০১১)
২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৬
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো