| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনুপম অনুষঙ্গ
	আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------
দুঃখ দাও আর ভালোবাসা দাও
বা কিছু না-ই দাও
দিনতো কেটেই যাবে।
আমি কষ্টের জলে ভাসতে শিখেছি
আমি দুঃখগুগুলো হজম করতে শিখেছি
আমার যন্ত্রণার সুচেঁ বিদ্ধ হবার অভিজ্ঞতা আছে
আমি বেদনাগুলো লুকিয়ে রাখতে জানি
তবে আর আমাকে কিসের ভয় দেখাবে তুমি ?
আমি বহুবার মানুষকে ভালোবেসে ভুল করেছি
আমি বহুবার মানুষকে বিশ্বাস করে ভুল করেছি
আমি বহুবার তোমাকে ক্ষমা করে ভুল করেছি
আমি আর কোনো ভুল করিনা, কাউকে ভালোবাসিনা।
দুঃখ দাও আর ভালোবাসা দাও, বা কিছু না ই দাও
দিন থামবে না। দিনতো কেটেই যাবে। যায়। এইতো যাচ্ছে.........
২৯.০৬.২০১৩
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩  রাত ১১:৩৩
শাহরিয়ার নীল বলেছেন: আমারো