![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব
এই বর্ষায় তোমাকে পাবোনা।
কেনো না তুমি এখন রাজনীতি করো
তোমাকে মিটিং মিছিলে সর্বদা রাজপথ গরম রাখতে হয়
তোমার আর ব্যক্তি জীবন বলে কিছু নেই
সামাজিক জীবনই তোমার জীবন
তুমি আর্তের মুখে হাসি ফোটায়
নিরন্ন মানুষের অধিকারের কথা বলো, দীর্ঘ ভাষণ দাও
রাস্তাঘাট ঠিক করো, কালভার্ট নির্মাণ করো
মসজিদ মন্দির মেরামত করো,
তুমি এখন তরুণ সমাজের মুখপাত্র।
তোমার রাতবিরাত নেই, তুমি অবিরাম চলছো, নববঁধুর নরম তুলোর বিছানা থেকে
গুঁদরি কাঁথায় সখিনা আমিনারা কেমন থাকে
তারও খোঁজ নাও
অথচ আমার রাত নিঃসঙ্গতায় কাটে।
যদিও বুক ফাটে, চিমচিম করে, টগবগ করে, তবু আমি তোমাকে
কিছু বলিনা, বলতে চাই না
কেনোনা রাজনীতি বড় কঠিন জিনিশ
দেশসেবা আরও।
দেশের জন্য নিবেদিত প্রাণ তোমার।
সবই ঠিক ছিলো কুতুবালী মেম্বার !
জেলা সদরের পত্রিকায় আজ তোমার নাম ফলাও করো ঘোষণা করেছে
তুমি নাকি পরকীয়া শয্যায় ব্রীজ মেরামতের কাজ করো,
জলপ্রপাতে গা ভাসাও, পৃথিবীর নরম গহবর থেকে তুলে আনো মুক্তার দানা
সারারাত্রি নাকি বাজাও তানা না তানা না।
এই বর্ষায় তোমাকে পাবো না আর
কেনো নো দুশ্চিত্রের জন্য তোমাকে আমি কাজীরগাও কাজী কাকার
কাজী অফিসে ডিভোর্স দিয়েছি।
দেনমোহরের টাকা মাফ করে দিয়েছি।
২৯.০৬.২০১৩
©somewhere in net ltd.