![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-----------
আর কোনো দুঃখ নেই
কেনোনা দুঃখগুলো পেয়ারার মতোন চিবিয়ে খেতে শিখেছি।
এখন কেউ যদি আমাকে দুঃখ দেয়
আমি সেটাকে চুরুটের মতোন দুটানেই শেষ করে ফেলি
কিংবা ভিটামিন এ ক্যাপসুলের মতোন গিলে খাই
না হয় পানিতে শরবত বানিয়ে চুমুকেই কাবার করে ফেলি।
তুমি কিসের ভয় দেখাও আমাকে , দুঃখ দেবে ?
দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের ?
ব্যাঙের আবার সর্দি !
ইদানিং আমার হজম শক্তি প্রখর,
আমি লোহা খেয়ে হজম করতে পারি
আর দুঃখ ? এতো নিমিষেই আমি হজম করে হাওয়ায় উড়িয়ে দেই
তারপর ঝিনুকের প্রদাহ প্রশমিত হলে
দীর্ঘ এক ঘুমে রাত্রি পার।
আমাকে তোমরা দুঃখ দেবে, দাও ;
আমি ভিটামিন এ ক্যাপসুলের মতোন গিলে গিলে খাবো।
৩০.৬.২০১৩
©somewhere in net ltd.