![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব------------
কেনো স্বৈরাচারি শাসক হবো ?
তোমাকে স্বাধীনতা দেবো আমি
তোমাকে ওড়ার অবাধ আকাশ দেবো।
পাখিদের মতোন ভিসাহীন উড়িবার পৃথিবী দেবো এক ।
তোমাকে আমি স্বাধীনতা দেবো
তোমাকে অবাধ স্বাধীনতা দেবো আমি।
সদ্যস্বাধীনতা লব্ধ দেশের শান্তিশৃংখলা আনয়নে আমাকে কিছুটা
কঠোর হতে হয়েছে
কোমড়ে ভর করে উঠে দাঁড়াবার জন্য ক্ষমতা প্রয়োগ করতে হয়েছেকিছুটা
দেশের প্রবৃদ্ধির হার বাড়াতে কঠোর শ্রম দিতে হয়েছে
আর তাতেই তুমি স্বৈরাচার ভাবলে
পত্রিকায় পত্রিকায় লীড় নিউজে নাম লেখালে আমার
ইতিহাসের পাতায় আমাকে একানায়কতন্ত্র উপাধি দিলে।
এখন গুছিয়ে দিয়েছি তোমার রাষ্ট্র, পরিবার ;
বহিশত্রুর আক্রমণের কোনো ভয় নেই তোমার;
প্রাকৃতিক সম্পদ আর গচ্ছিত অর্থে বেশ চলে যাবে তোমার দিন,
তোমাদের আর কোনো অভাব হবেনা।
আমি কেনো হতে যাবো স্বৈরাচারি শাসক ?
তোমাকে ভালোবেসে আমি আর সেকেলে আদিম যুগের মানুষ হতে চাই না
আমি তোমাকে অবাধ স্বাধীনতা দেবো।
তুমি মুক্ত বিহঙ্গের মতো উড়ো, কথিত আধুনিকতার স্রোতে গা ভাসাও
আমি কিছুই বলবোনা
কেনো না ইতোমধ্যে তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি।
কেনো না ব্যক্তিস্বাতন্ত্র্য বর্তমান যুগে এক উদার আধুনিকতার অন্যনাম।
সেটাকে খবু করবো কেনো আমি।
কেনো ইমপেরেটিভ সেন্টেন্স তোমাকে ছুড়েঁ মারবো ?
০১.০৭.২০১৩
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: দেখে তো মনে আপনারই ধ্বজভঙ্গ আছে।
ধন্যবাদ আপনাকে কবিতার অন্তনির্হিত অর্থ না বোঝার জন্য
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
ধূসর সপ্ন বলেছেন: এত স্বাধীনতা দিলে ও আপনাকে দুর্বল/ ধ্বব্জভঙ্গ ভেবে একদিন অন্য বিহঙ্গের সাথে উড়াল দিবে !!!!