![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------------
জানাবো তোমাকে, ঠিকই জানাবো,
যাবার আগে তোমাকে জানিয়েই যাবো আমি
জানিয়ে যাবো, এই শহরে কত কষ্টে কেটে গেছে আমার যুবকজীবন
কত রাত্রিদিন একটা তিননাম্বার চাকরি জন্য হন্য হয়ে ঘুরেছি সাহেবের অফিসের বারান্দা
পত্রিকার পাতায় পাতায়, আর রাজনৈতিক ক্ষুদে নেতার বাড়ি।
মেধার দৌরাত্ম আমার তেমন একটা ছিলোনা
তবে রিটান পরীক্ষায় ভালোই করতাম
কাম বাঁধতো ভাইভা নামক ভীতির ভাইরাসের আক্রমণ।
পরীক্ষকগণ মেদভরা জ্ঞানের ভুরি নিয়ে পৃথিবীর তাবৎ জ্ঞানের আধার হয়ে বসে থাকতো
অথচ তাদেরই যদি বলা হতো পৃথিবীর বৃহত্তম বৃক্ষের নাম কী ?
পারতো না।
একবার তো একটি প্রথম শ্রেণির চাকরির ভাইভায় বলেই বসলাম, স্যার আমি এটা
পারছিনা, তো বলুন তো স্যার এর উত্তরটা কী ? এই চাকরিটা তো আমার হচ্ছেনা
পরবর্তী কোনো ভাইভায় কাজে লাগবে।
তো ভদ্রলোক আমার সাথে এমন ক্ষেপেছিলেন,সেটা ছিলা দেখার মতন।
তো জেসিকা, সে যাক
এগুলো আমার যাতনাময় জীবনের টকুরো খরব,
এসব কথা যাক, যাবার আগে
তোমাকে জানিয়ে যাবো,
তোমাকে ভালোবাসার জন্য আমি চন্দনদ্বীপ হতে ভালোবাসার ফুল এনেছিলাম
হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে এনেছিলাম তোমার নাকের ফুল
তোমাকে স্পর্শের ছোয়া দিতে হোয়াংহো নদীর তীর থেকে এনেছিলাম একগুচ্ছশুভ্রকাশফুল
তোমার আমার মিলনের জন্য আমি একশতরাত্রি জেগে বাসর রাতের পদাবলি
রচেছিলাম।
অথচ তুমি বুঝলেনা
গ্রামীণ বালকের মন
তুমি শহরের আভিজাত্য বুঝলে, জৌলুসের জুসে হলে আত্মহারা
মৃত্তিকার ঘ্রাণ শুঁকলে না।
যাবার আগে জানিয়ে যাবো, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, কত কাছে টেনেছিলাম।
০১.০৭.২০১৩
©somewhere in net ltd.