![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব..............
কামনার ঘ্রাণে ভেজা বাতাস, বৃষ্টির জলে ভেজা অন্ধকারে প্রেয়সী নিবিড় হলো-
জলবতী মেঘ অঝোর বর্ষণ ভরাতে থাকলো খাল-নদী-বিল আর প্রান্তরের কান্দর,
জলের ভারে আষাঢ়ের নদী উপচে পড়ে হলো ছলোছলো-
আহা কেমন পেলব আর মোহবতী হলো আজ আমার সুন্দর।
সদ্য ফোটা গোলাপের মতো টাটকা ঘ্রাণের প্রবলতায় তুলে তার সমূহবিকাশ
ডাইনিং টেবিলে যেন টাটকা ফল আর ভোজনের হরেক খাবার-
তোমাকে দেখে ফুটে উঠে আমার প্রাণের প্রকাশ, উষ্ণিত হয় শ্বাস ;
চোখে মুখে ঠোটেঁ আর দেহলতার ভারে নুয়ে পড়ে রস নান্দনিকতার।
এই বর্ষায় তুমি কেমন মসৃণ আর আলতো অনুভবের পুলকের পশরা নিয়ে
সাজানো বধুঁর মতোন উপবিষ্ট হলে মম রাজপ্রাসাদের রাজসিংহাসনে
তোমার জলবতী জলের ধারায় পেলাম প্রেম, আনন্দ গা ভাসিয়ে।
স্বর্গবতী অপরূপ রূপবতী তুমি, তুমি আনন্দ দিলে আঁধারের ভিতরে রণে।
জলের ধারায় তুমিও আজ খুলে দিলে তোমার আদিম প্রপাত ;
আকাশে চাঁদ নেই, জলবতী মেঘ, সারারাত আজ যেন মোহনমধুর বৃষ্টিপাত।
০৩.০৭.২০১৩
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: তাই নাকি ?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ লিখসেন শাফিক সাহেব।আমার আপনার কবিতা পড়তে ভালৈ লাগে ||