![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব...............................
আমি একজন মানুষকে ছুঁইলাম
আমার ছোয়া পাওয়া মাত্রই সে বান্দরের প্রতিকৃতি হলো
তার ভিতরে বান্দর ছিলো ? না আমার স্পর্শে আমার ভেতর থেকে বান্দর
বেরিয়ে গিয়ে তাকে আবৃত করেছে।
আসলে ইদানিং আমার ভ্রম হয়
ভ্রম ঠিক নয়
আমি আলো ভেবে যেখানে হাত দেই
সেটা নিমিষেই মিশের মতো কালো হয়ে যায়
ধরুণ আমি একজনকে আপন ভেবে বন্ধুত্ব করলাম
সেই দেখি কদিন পর আমার দেরাজের ফাইল ঘেঁটে তাবৎ স্বর্ণালংকার
নয়তো ফাইল পত্র নিয়ে উধাও।
আবার কেউ আমার খেয়ে আমাকেই খুন করার হুমকি প্রদর্শন করো
প্রথম পরিচয়ে বন্ধুত্বপ্রতীম সেই মানুষ কিংবা বন্ধুবৎসল ব্যক্তিটিকে খুজিঁ না
পাই না আমি।
সে দিনদুপুরের জল জ্যান্ত মিথ্যে বলেই চলছে
সে কোনোদিন আমাকে দেখেই নি।
তখন আমার ভ্রম হয়
আমি মানুষ চিনিনি
ওটা আসলে বান্দরের পয়দা ছিলো
ভালো করে না দেখেই আমি বান্দরকে মানুষ মনে করেছি।
এভাবে আমার জীবনটা ভুলে ভরা
সামান্য বৃষ্টিতে রাজপথ ডুবে যায়
আমি হয়তো কোনোদিন পানিতে পা দিয়েছি,
দেখি, নিমিষেই ম্যানহোলে ডুবে গেলাম।
আবার যাকে ভালোবেসে কাছে টানি
সে দেখি, কখনো ডাইনি হয়ে যায়, কিংবা দৈত্য,
সেই পেলবতা আর নান্দনিকতায় গোষ্ঠি দেখিনা তার ভেতর।
এভাবে জীবনে যাকেই কাছে টানলাম
সেই প্রায় বান্দর হয়, নয়তো কুকুর, নয়তো বেড়াল,নয়তো হায়েনা
আমার স্পর্শ পাওয়া মাত্রই তারা আকার পরিবর্তন করে, স্বভাবও।
এখন মনে হয়
তাহলে তো আমি এই শহরের লোকগুলোকে যাদু দেখিয়ে বেশ টাকা কামাতে পারি।
কেনো না আমের হাতেই মানুষগুলো বান্দর হয়
আর বান্দরগুলো সুন্দর মানুষ হয়ে প্রাঞ্জল ভাষায় কথা বলে।
০৪.০৭.২০১৩
©somewhere in net ltd.