![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব------------
দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেলো এই শহরে
ভাবলে, অবাকই লাগে,
মনে হয় দীর্ঘ এক ঘুমের মতোন ;
এই তো সেদিন, এই টাইট জিন্সপড়া পাগলাটে যুবক ;
শুধুমাত্র নিজের নামটি পত্রিকায় পাতায় ঝরঝরে অক্ষরে ছাপানোর জন্য এই শহরে এলাম।
একাডেমিক লেখাপড়াটাকে আজন্ম গৌণ ভেবেছি।
ভেবেছি একটি প্রথমশ্রেণির চেয়ারের চেয়ে একজন কবির মূল্য অধিক নয় কি ?
কবি হতে এসে হলাম একজন চাকুরে, অধ্যাপক :
কবি হবার সাধ উবে গেছে,
ভাবি, বেলাশেষে তিন সদস্যের পরিবারের জন্য চাল-ডাল-তেল আর টাটকা গাভীর দুধই
আসল কবিতা।
খেয়ে পড়ে বাঁচার নামই কবিতা।
সত্য সুন্দর থেকে মরে যাবার নামই কবিতা।
প্রেয়সীর চোখে একজন খঁাটি মানুষ হওয়ার নামই কবিতা।
আমি আর নতুন করে কোনো কবিতা লেখিনা
আমি জেনে গেছি, আমার যাপিতজীবনের শৈলিরূপের নান্দনিকতা যদি কারো মনে স্ফূরণ জাগায়
কোনোদিন, সেটাই কবিতা ;
আমার ব্যবহার্য বাক্যে যদি কারো হৃদয় গলে বুভুক্ষূর মুখে এক লোকমা ভাত যায়, পড়ে
দুফোটা চোখের জল, তাই কবিতা ;
দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেলো
কবিতা বুঝতে আর জানতে সময়গুলো কেটে গেলো
তবু কবিতা লেখা হয়ে উঠলো না।
এখন আর কবিতা লিখে কী হবে !
তার চে বরং আপন আবেগগুলি মহাশূন্যে ছুড়েঁ মারি, যদি কোনো ভাবিকালের কবির হৃদয়
দোলায় কোনো বর্ষায়,
কতোগুলো বছর কেটে গেলো এই শহরে, কবিতা লেখা হয়ে উঠলো না
ঝরঝরে অক্ষরে পত্রিকায় পাতায় নাম উঠলো না
০৪.০৭.২০১৩
©somewhere in net ltd.