![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব
রাত্রিশেষ। কয়েকটি বেশ্যা সারারাতভর হাড়ভাঙা খাটুনি খেঁটে বড়ই ক্লান্ত।
সেই সাথে ক্লান্ত সবজি বোঝাই ট্রাক, গাঁজা, মদের দোকানি, আর নিয়নবাতি_
ঢুলঢুল ঘুমে নুয়ে পড়ছে পুলিশের নাইট টহল পিকআপ ভ্যান, নিজস্ব ছাতি:
আজ রাতে অবশ্য কবিতা লিখেছে আমাদের নবীন কবি রজনীকান্ত।
এখানে, এই শহরে; আঁধার নামার সাথে নামে রঙিন কারূকাজের হরেক কারিগর,
তারাপদ লেনের ঘুপসি ঘর থেকে কারওয়ান বাজারের পাঁচতারা হোটেলের রঙিনরুম_
একটিমাত্র সূত্রের অঙ্কের সমাধান টানতে সবাই ঝাঁপ দেয়, গোপণ গহ্বর ;
রাতের আঁধার কারো কাছে হয়ে ওঠে যন্ত্রণার কারো ফুলে ফলে ভরা ফাগুনের মৌসুম।
নবীন সুরকার সুর তোলে ছন্দের ব্যঞ্জনায় নবীন কবি লেখে পদাবলি গান,
সিনেমার নবীন নায়িকা আনন্দের তালে ফড়িংএর মতোন নাচে ঝংকারে
ওদিকে পুরান সুরকার কবি আর শিল্পীরা যন্ত্রণায় হাসপাতাল যায় যায় পরাণ_
ওদিকে ব্যান্ড সংগীতের তালে মধুকর, রঙিন ঠোঁট লেগে রেখেছে ভেজা অধরে।
রাত্রিশেষ। তবু রঙ, কত ঢঙ, কত সঙ আঁধারের তারে ওঠে বেজে
কত কীর্তি কত স্মৃতি কত প্রীতি রাত্রিরকোলে গোপণ দেরাজে।
০৮.০৭.২০১৩
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
অনুপম অনুষঙ্গ বলেছেন: আচ্ছা ধন্যবাদ আপনাকে।
২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তৃতীয় ভাললাগা।...গোপণ না গোপন হবে কবি?
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: হা কবি অনেক সময় দ্রুত লেখার ফলে বানান দেখার সময় হয় না। আর ব্লগ বা ফেসবুকের লেখাগুলো তেমন গরজ দিয়ে লেখা হয় না। যেমনটা হয় বই প্রকাশে। আপনাকে ধন্যবাদ
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬
জালিস মাহমুদ বলেছেন: হুম............।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০
অনুপম অনুষঙ্গ বলেছেন: হুম !!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪
আদরসারািদন বলেছেন: ভালো হয়েছে