| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনুপম অনুষঙ্গ
	আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব
ভালোবাসার জন্য 
হাভাতে মানুষের মতোন পথে পথে কেটেগেছে নির্ঘুম রাত
নিরন্নের মতোন করুণার হাত বাড়িয়েছে মানুষের কাছে
ধিক্কার আর লাঞ্ছনার আর যন্ত্রণা পেয়েছি, আমার এমনই বরাত
ভালোবাসার কাঁঠাল দেবে কেউ কাঠফাটা চৈত্র মাসে।
ভালোবাসার জন্য কত দীর্ঘ শতাব্দী  অপেক্ষার প্রতিটি শব্দে
দুফোটা শিশিরের জন্য হাত পেতেছি নিঃস্ব মানুষ আমি ;
কত সঙ্গত আর সংহত আর সভ্য শুভ্রতায় প্রতিটি অব্দে
সুন্দরের কাছে সমর্পিত, জীবনের পথ বেয়ে গেলো কত দীর্ঘ রজনী।
তবু ভালোবাসার ফুল ফোটেনা, কেউ কাছে আসে না,
দেয় না এতটুকু ফুলের সুবাস
গুমট হাওয়ায় গুমড়ে পড়ে থাকি, কাকে দেবো ভালোবাসার 
প্রকাশ।
০৯.০৭.২০১৩
©somewhere in net ltd.