![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------
একদিন আষাঢ়ের দুপুরে জেসিকা এসে বললো চলো ঘুরে আসি।
অগত্যা গেলাম উপশহরের তীরে ঘাঘট নদীর পাড়।
জলেরধারে তীরে বসে যখন খেলছি ভালোবাসাবাসি।
অমনি ঘাঘটের জল উচ্ছল বইয়ে বইয়ে চললো পারাবার।
অদূরে শহরের কোলাহল, গার্হস্থ্যজীবনের জন্য মানুষের কাচাবাজার
আর নিত্য প্রয়োজনীয় কেনার ধুম।
অফিস আদালত, কারখানার উৎপাদন, লেনদেন কারবার।
অথচ আমাদের চোখে নেই একফোটা ঘুম।
হাওয়ায় ভর করে দিন যায়, রাত্রি যায় স্বপ্নের ঘোরে, ফুলের সুবাসদিন।
ঘাঘটের উচ্ছল স্রোতের মতোন আমরা কেমন ভাবনাহীন !
চোখে মুখে চুলে শুধু শান্তস্নিগ্ধ শুভ্রতার ভীড় ;
প্রেমের প্রবালে ভরা ছিলো আমাদের হৃদয়ের গভীর।
আষাঢ় আসে, জেসিকা আসেনা, আসেনা ফুলের সুবাসদিন ;
ঘাঘটের পাড়ে আর নেচে ওঠেনা, সবুজ-রঙিন-ফড়িং।
১০.০৭.২০১৩
©somewhere in net ltd.