![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব................
রাতের নৈঃশব্দে নিঃসঙ্গ নির্জন আমি ছিন্ন করি বন্ধুত্ব, সুতোয় বাঁধা সর্ম্পকসকল ;
আঁধারে ঠেস দিয়ে একাকিত্বের সুধা মেখে গা এলিয়ে দেই রাতের গহ্বরে_
রাতের তারা নিরন্তর জ্বলে কালনিরবধি আর কল কল বয়ে যায় ঘাঘটের জল_
নির্জনতা, পুলকের পশরা নিয়ে আসে বর্ষায়, আহা! ব্যঞ্জনা কীসের আঁধারের স্বরে।
রাত, নিঃসঙ্গ রাত আমার, যেন দুধে ধুয়ে দাও সারাদিনের কর্মক্লান্ত শরীর ;
তারপর কাছে ডেকে আদর করো, নব বঁধুর মতোন সুঘ্রাণে, সুধাময় প্রাণে_
আকাশে নক্ষত্রপুঞ্জ, আর শহর যেন ঝাউশাখের অজস্র জোনাকির ভীড়_
মধুস্বরের ব্যঞ্জনা ভাসে রাতে, কবির কবিতায় আর পদাবলি গানে।
রাত, তুমি ঘুমের পরশ বুলিয়ে দাও ; যেন স্নেহময়ী মা তুমি, বলছো শোলক ;
উষ্ণ আবেশ দিয়েছো, শ্বাসে প্রশ্বাসে আর ঘুমের অলসতায় একগুচ্ছ পুলক।
তোমার কোলে মাথা রেখে ভুলে যাই জীবনের যত ঘাত-অভিঘাত, প্রতিঘাত,
তুমি শান্তির আধার আমার, সুন্দরতম অনুষঙ্গ, পুলকের অবিরাম ধারা প্রপাত।
রাত ; তোমার নৈঃসঙ্গে, নিঃসঙ্গ আমি, তবু যেন ভরপুর তোমার স্পর্শের উত্তাপে ;
তোমাতে ডুবে মরি, পরাণের গহীনে আনন্দ আসে, টুপটুপ মধুর সংলাপে।
১০.০৭.২০১৩
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ
পরিবেশ ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মনোরম ভাষা শৈলী
+++++++++++++++++