![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব--------------
কার কাছে যাবো, কোথায় দেবো হাত, কার কাছে মানবতার দুফোটা জল চাবো আমি
কুকুরে শুয়োরের নখের আঁচড় শুধু, শুধু স্বার্থপরতা আর পরজীবীদের ডাঁট
সুদঘুষ আর উৎকোচখোর আর যৌনজীবনের পাশবিকতার সালতামামি
আর অতিরোমান্টিকজন রাতে নির্জনে সংগোপণে খোলে পরকীয়া প্রেয়সীর শক্ত কপাট।
বইয়ের ঝকঝকে হরফে, ঝরঝরে ভাষণে, ক্লাসে, জনসভায় ধর্মপ্রচারণায় শুনুন নীতিকথন
অথচ তেলহীন চরকায় পাছায় ঘা লেগে মাঝিরা ব্যান্ড সংগীতের মতোন করছে ভনভন
তিনি আবার সমাজ গড়াবার নামে কালভার্ট নির্মাণের নামে, দারিদ্রবিমোচনে তুখোর সেবক
তার খসখসে চামড়া লিকলিকে হয়, বউয়ের শাড়িতে জরি ঝিলমিল,অথচ তিনি জাতীয় ঠক।
তারা মান্যবর, তাদের মর্জির দানে আমাদের সমাজ চলে, তারাই রীতিনীতি আর ধারক
অথচ নিজেরই মুদ্রাদোষে তিনি নিজেই জন্মান কুকুর আর শুয়েঁারের পাল
নিজেই নিয়ম কানুন আর ধর্মের অনুশাসনের ধারের কাছেই যান না, এমন প্রতারক
অথচ সমাজ গড়াবেন, বিধরা নারীর নিকা পড়াবেন, সমাজের গতি আনবেন প্রবাল ।
কোথায় যাবো, কার কাছে যাবো, কার কাছে চাবো মানবতার একটি ফুল
যেখানে যাই, সেখানেই পাই দ্বন্দ্ব সংঘাত, কাম-ক্রোধম, মানুষের পশুর মতোন ভুল।
১১.০৭.২০১৩
©somewhere in net ltd.