| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনুপম অনুষঙ্গ
	আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব----------------
রাত্রি গভীর হয়। থমথমে জলের মতোন বেদনার গভীরে ডুবে যাই,
চরাচর ঘুমে ঢুলুঢুল করে। অথচ আমার চোখে আসেনা ঘুম ;
বাতাসের তারে গুনগুন কে যেন বেজে যায় শাশ্বত সুন্দর সানাই :
স্মৃতিগুলো খইয়ের মতোন ফুটে ওঠে, মনে যেন ওদের নবান্নের ধুম।
মনে হয় তারাভরা আকাশ, অরণ্যের নির্জনতায় তুমি একদিন
মন দিয়েছিলে, সাথে দিয়েছিলো ফুলের ডালার মতোন মসৃন উর্বর দেহ :
তোমার আলাকোচ্ছটায় হয়েছিলাম পৃথিবীর সেরা রঙিন ;
তোমার স্পর্শে দুর হয়েছিলো, জীবনের কঠিন দুরারোগ্য রোগ; মেহ।
দিনের শেষে প্রতিদিন রাত্রি আসে, স্মৃতির জোনাকি নিয়ে তুমি আসো,
সারারাত জোনাকি কনের মতোন জ্বলে রাখো হৃদয়ের ঝাউশাখা ;
কাছে নেই, তবু তুমি কত যেন ভালোবাসো_
তোমার গভীরে ডুবে গেছে আমার প্রেম আর ভালোবাসার প্রশাখা।
রাত্রি গভীর হয়। থমথমে জলের মতোন বেদনা নিয়ে ঘুমোতে যাই
ঘুম আর কই আসে ! তোমার আলোতে যে আমার ঘর রোশনাই।
১১.০৭.২০১৩
 
১২ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৪০
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ রাজনীতির ভাষা
২| 
১২ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর কবিতা ! বিশেষ করে শেষ দুই লাইন !!
 
১২ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৫
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা আপনাকে
৩| 
১২ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: 
বাতাসের তারে গুনগুন কে যেন বেজে যায় শাশ্বত সুন্দর সানাই :
স্মৃতিগুলো খইয়ের মতোন ফুটে ওঠে, মনে যেন ওদের নবান্নের ধুম।
রাত্রি গভীর হয়। থমথমে জলের মতোন বেদনা নিয়ে ঘুমোতে যাই
ঘুম আর কই আসে ! তোমার আলোতে যে আমার ঘর রোশনাই।
সুন্দর কবিতা! অনেক অনেক ভালো লাগা! 
 
১২ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫১
অনুপম অনুষঙ্গ বলেছেন: আপনার কমেন্ট পেয়ে ঋদ্ধ হই। ভালো থাকুন। সুস্থ্য থাকুন। শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:৫৩
রাজনীতির ভাষা বলেছেন: ব্লগে কেন যেন কবিতা পড়তে ইচ্ছা করেনা।
উৎসাহ দেয়ার জন্য আপনা কবিতা পড়লাম।
একেবারে খারাপ বলা যাবেনা।