![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব-------------
সন্ধ্যার আঁধারে তুমি কত কত দিন নিবিড় হয়েছিলে :
এই মধ্যবয়সে মনে হলে লজ্জা করে আবার লাগে ভালো ।
কানে কানে তুমি কী যেন বলেছিলে ;
আর তাতেই মনের মধ্যে আমার জ্বলেছিলো আলো।
সকল মানুষের শ্বাসে আমি গন্ধ পেতাম,
অথচ তোমার শ্বাসে প্রশ্বাসে গোলাপ ফুটতো যেন ত্বরায় _
কাছে এলে আপনাই খুলে যেতো বুকের বোতাম ;
আমি যেন পুড়ে যেতাম চৈত্রের ক্ষরায় !
তোমার কাছে হতাম আমি এক আবহমান শিশু,
একটু প্রেম আর ভালোবাসার লাগি কাতর-বিভোর ;
তুমি বলেছিলে আজ না, হবে আগামী পরশু_
ওদিকে ঘাঘটের জল কলকল মনের ভিতর।
সন্ধ্যা আজো আসে, সে বুড়িয়ে যাইনি, আছে অবিচল
আমরা নেই , আছে আমাদের পুরনো শার্ট আর শাড়ির আঁচল।
১২.০৭.২০১৩
©somewhere in net ltd.