![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব...........
একদিন যদি বেকার থাকে কিংবা খেতে যায় নদীর বাতাস_
চুলো জ্বলে না সেদিন, নতুন বউটি কাটায় উপোস :
কী করে তবে সে মেধার জানান দেবে, জ্ঞানীর আসরে ;
তার নিত্য ক্ষুধা দাউদাউ করে পেটের ভিতরে।
তার বড় রোমান্টিক মন ছিলো, জ্ঞানের ধারও ছিলো প্রখর_
ছোটবেলাতেই লেখার অভ্যেস ছিলো, লিখেছিলোও কিছু :
অথচ দারিদ্র্যের নির্মম কষাঘাত আর পুজিঁপতিদের আঁচড় ;
মেধা তার তলিয়ে গেলো, কালের কপোলতালে, গভীর নিচু।
এখন সে আর স্বপ্ন দেখেনা, দুবেলা দুমুঠো ভাত চাই _
হাভাতে মানুষের ঘরের বউটির জন্য চাই মোটা শাড়ি
রঙিন স্বপ্ন দেখে সে আর আকাশে উড়ে না শাঁই শাঁই
সে আর চায় না এই শহরের মতোন বড় বড় বাড়ি।
দেশ-কাল আর অদৃষ্টের অমোঘ বাণীর বশে সে এখন ন্যুজ্ব
সয়ে সয়ে নিরেট পাথর,সে আর ভেদ করেনা স্বপ্নের বুহ্য।
১৩.০৭.২০১৩
©somewhere in net ltd.