![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব..........
তাদের গ্যাসলাইটে, ভরপুর গ্যাস
গ্যাসের সংযোগ তারা সহজেই পায়
আর দপ জ্বলে তারা আর খপ করে ধরে জ্বালায়।
তারা অবাধ বিচরণ করে আকাশে, পাখিদের মতোন ভিসাহীন
নীতিহীন নিয়মহীন
তারা কখনো সোনালী ডানার চিল, কখনো শঁকুন
তারা সবোচ্চ খাতক
তারা বাতাসে শিকারের গন্ধ পায়
কোথায় আছে কাঁচা নারীর মাংস, টেন্ডার কিংবা মহাসড়কের পাশে
সরকারি খাসজমি
কোথায় মরেছে গরু, কোন অরণ্যে
তারা ঠিকই টের পায়
তারা দুলে দুলে নাচে কাওয়ালি সংগীতের দোলায়।
তারা আবার উত্তেজনা বাড়াবার ওষুধের নাম জানে
এমনটি মরণের হাত থেকে বাঁচাবার জন্য তারা ক্ষমতার বড়াই দেখায়
তাদের তর্জনীর আঘাতে গাছ, বাতাস রাস্তা আর এমনকি অফিসের বুড়ো কাঠের
চেয়ার নড়বড়ে ওঠে
কুণির্শ করে স্যার স্যার বলে।
অফিসের পিওন দেলোয়ার রাতারাতি স্বর পাল্টায়
সাহেব কোনদিকে কোন দিকে তাকায় সেইদিকে চায়
তারা থাকে অলক্ষ্যে,নেপথ্যে
মাননীয় জাজের মতোন লোকসম্মূখ্যে আসেনা
যাদুকরের মতোন হাওয়ার ভেতর থেকে গুটিঁ চালে
আর তাতেই গ্যাসলাইট গ্যাসে ভরে যায়, গ্যাসেরও সংযোগ হয়
সেইসব পালোয়ান কিন্তু অকুতোভয়।
১৫.০৭.২০১৩
©somewhere in net ltd.