![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব.............
তোমাকে আর পাই না
অন্য তোমাকে পাই
তোমার চলন, ভঙ্গি, স্বর আর গিটার বাজানোর স্টাইল
আগের মতোন নেই।
তুমি কেমন যেন হয়ে গেছো,
তোমার মুখ নিঃসৃত ধ্বনি কর্কশ শোনায়,
তুমি ভুল ইংরেজি বলো ;
আবার বাংলাকে ইংরেজির মতোন বলতে চাও,
'ব' শূন্য 'র' কে 'ড' শূন্য 'ড়' তে রূপান্তর করে কথার স্টাইল বাড়াও
'ট' এর উচ্চারণে দাতের গোঁড়া কাঁপাও ।
তোমাকে পাই না আর
তোমার গায়ের সুগন্ধি আর নেই
তোমার গায়ের গন্ধ বদলে গেছে
এক সময় মিশকালো রাতে ঠিকই তোমাকে চিনে নিতাম
এখন অন্ধকারে কেনো দিনদুপুরেই তোমাকে চিনতে পারিনা আর
অথচ আমি বাতাসে তোমার গন্ধ পেতাম
আকাশের রং দেখে বলতাম, তুমি আজ আসবে,
মেঘেদের ছুটাছুটি দেখে মনে হতো তোমার আমার মিলন হবে আজ।
অথচ তোমাকে সমকালীন ভাবনায় চেনা বড় দায় ,
তুমি দেশজ খাবার খাও না আর, আনাজপাতিও ১
তুমি বাশী খাবার গরম করে চাইনিজ বানাও, নাম দাও 'এগরাইস'
চিঙড়ি ধোয়া ঘোলা পানি দিয়ে বানাও 'স্যুপ'
ভূষণেও আমূল বর্তন তোমার
তোমাকে ইংরেজি মানুষের মতোন মনে হয়
শার্টপ্যান্ট পড়ো, মোটা রাণে তোমাকে সাহেবান মনে হয়
খুঁনসুটি ভালো লাগে না তোমার, ভালো লাগে লুটোপুটি, ছুটাছুটি।
অথচ আমি বাতাসে তোমার গন্ধ পেতাম
এই শহরের অজস্র লোকের ভীড়ে পায়ের আওয়াজে ঠিকই টের পেতাম 'তুমি আসছো'
ফোনালাপে তোমার ঘ্রাণ পেতাম আমি
ভোরের মোহন প্রকৃতি দেখে মনে হতো নির্জন মোহনায় মিলবে তুমি আজ,
আজ শাশ্বত আনন্দের স্রোতে ভাসাবে আমাকে তুমি।
আজ তোমাকে চিনিনা
অথচ এক সময় আকাশের রং দেখে বলতাম, তুমি আসবে
কত কাছের মানবী ছিলে তুমি
বাংলা আদরে আমাকে ভরিয়ে দিয়েছিলে, তোমার বুকে মুখ রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম..........
১৫.০৭.২০১৩
©somewhere in net ltd.