![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব...............
বিকেল। ক্লান্ত আলোগুলো ঠিকরে পড়েছে থাই গ্লাসের ফাঁকে।
বহুদিন পর মনে হলো ক্যাম্পাসদিনের রঙিন বিকেলের কথা
কত কত দিন কেটে গেছে বাতাম টিপে, গল্পগুজুবে,প্রেমের বাকেঁ
মনে হয়, ব্যথা ঝরে, টপটপ শিশিরের মতোন, তবু মধু, মৌমিতা।
ক্যাম্পাসের প্রথমদিন, ঢালু পথ তুমি নেমেছিলে ক্যাফেটেরিয়ার দিকে
আমরা ছিলাম পাশেই, জলাধারে পদ্মার লেকে
রঙিন ওড়না উড়ছিলো দুষ্ট বাতাসে, ভেসে উঠেছিলো দর্শনীয় স্থান
তাই দেখে উধাও কোথাও উড়েছি, আহা ! প্রাণে ছিলোনা পরাণ ।
বিকেলেরা ফিরে আসে, তুমি আসোনা, আসেনা সেই দুষ্ট বাতাস
চোখের তারায় আলো জ্বলেনা আর, ফোটেনা উৎপল,
পাই না বড় ভালো লাগার তোমার আবেশের শ্বাস
জীবন মরেছে আজ, শান্তি নেই, পোহাতে হয় কঠিন ধকল।
বিকেল আসে, বিকেল যায়, সেই বিকেল স্বতন্ত্র ঘ্রাণে অমর
কত সুন্দর জেগে আছো, অবনিশ্বর, ওগো সুন্দর ওগো মনোহর।
১৬.০৭.২০১৩
©somewhere in net ltd.