![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
শাফিক আফতাব........................
এইরকম বর্ষার দিন ছিলো, মাতাল বাতাসের গুনগুন গান ছিলো,
তোমার পড়নে আকাশী রংয়ের শাড়ি ছিলো,
কানযুগলে নীল নীল দুল ছিলো,
শাড়ির রংয়ের মতোন ঠোটেঁ লেপন ছিলো,
মুক্তার দানার মতোন নাকফুল ছিলো,
ছিলো শার্টকলারের ব্লাউজ, শাড়ির ভাজে আনাড়ি লুজ ;
বাতাসের ঝাঁপটায় আঁচল উড়ছিলো, আর বুকের মধ্যে চর দুলছিলো
হাতে রেখেছিলে হাত, অমনি চলছিলো আামাদের নায়াগ্রা প্রপাত।
চোখে চোখে চেয়েছিলে, প্রজাপতি অমনি ফুলে ফুলে উড়ছিলো,
বাতাসের খোলা চুল উড়ছিলো, তাই দেখে কাশফুল নেচে নেচে গাইছিলো,
তোমার শরীর থেকে থেকে ভেরেণ্ডার গন্ধ চুইছিলো,
আর পাশেই বিস্তৃর্ণ ধানক্ষেতের ভূঁই ছিলো_
তুমি আলের ধারে বসেছিলে, আমরা ভেসেছিলাম আবহমানতার জলে।
তুমি সেদিন ফুলের মতোন ফুটছিলো
তাই দেখে ফুটেছিলো উৎপল, তাই দেখে ঘাঘটের জল করছিলো কলকল,
তাই দেখে তুমি আমায় ভালোবেসেছিলে
আর আমরা হারিয়েছিলাম আকাশের অথই নীলে।
বর্ষার দিন আছে, মাতাল বাতাসে আছে, পদ্মও ফোটে ঝিলে
তুমি শুধু নেই আমার অন্তমিলে।.............
১৭.০৭.২০১৩
©somewhere in net ltd.